বৃহস্পতিবার | ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত

রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মহানগর দায়রা জজ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক দুর্বৃত্ত।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর ডাবতলা এলাকার স্পার্ক ভিউ নামের একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র তাওসিফ রহমান সুমন (১৬) নবম শ্রেণির ছাত্র। আহত হয়েছেন বিচারকের স্ত্রী তাসমিন নাহার এবং হামলাকারী যুবক। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

ভবনের দারোয়ান মেসের আলী জানান, বিকেল আড়াইটার দিকে লিমন নামের এক যুবক বিচারক আব্দুর রহমানের ভাই পরিচয়ে ভবনে প্রবেশ করেন। দারোয়ানের খাতায় নিজের নাম ও মোবাইল নম্বর লিখে তিনি ফ্ল্যাটে যান। কিছুক্ষণ পর গৃহকর্মী এসে জানান, ফ্ল্যাটে বিচারকের ছেলে ও স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়েছে। পরে বাসিন্দারা এগিয়ে গিয়ে তিনজনকেই আহত অবস্থায় হাসপাতালে পাঠান।

খবর পেয়ে বিকেল ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি জানান, হামলাকারীর পকেট থেকে একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি একজন চালক এবং পরিবারের সঙ্গে পূর্ববিরোধ থাকতে পারে।

পুলিশ কমিশনার আরও জানান, সিলেটের সুরমা থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পূর্বে তাসমিন নাহার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.