নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কাটাখালী, পবা ও রাজপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৩শ পিস ইয়াবা, ১৪৪ বোতল অ্যালকোহল এবং ৭৬ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী, পবা ও রাজপাড়া থানা পুলিশ।
আরএমপির কাটাখালী থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামিরা হলো মো: নাজিম মামুন ওরফে আরহাম (২৮) ও মো: নিশান গাইন (৩১)। নাজিম গাজীপুর জেলার কাশিমপুর থানার সুরাবাড়ী এলাকার মো: শাহজাহানের ছেলে এবং নিশান চাঁদপুর জেলার সদর থানার রালদিয়া গ্রামের মিজান গাইনের ছেলে।
অপরদিকে পবা থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি হলো মো: আ: মান্নান (৩৭) রাজশাহী জেলার মোহনপুর থানার খয়রা গ্রামের মৃত মাওলানা আ: গফুরের ছেলে। বর্তমানে সে রাজশাহী মহানগরীর পবা থানার বাগধানী এলাকার বাসিন্দা। অপর আরেকটি ঘটনায় রাজপাড়া থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মোসা: বুলবুলি (৫৪) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকার মৃত আ: মজিদের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট রাতে আরএমপি’র কাটাখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: নাদিম উদ্দীন ও তার টিম মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করছিলো। এসময় কাটাখালী থানার বটতলা মোড়ে সন্দেহভাজন মোটরসাইকেল চালক ও আরহী নাজিম ও নিশানকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
অন্যদিকে পবা থানা পুলিশের এসআই এস এম আসিব নাসিব ও তার টিম সন্ধ্যা সোয়া ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পবা পশ্চিম পুঠিয়াপাড়ার এক হোমিওপ্যাথিক দোকানে অভিযান পরিচালনা করে আসামি আ: মান্নানকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১৪৪ বোতল অ্যালকোহল জব্দ করা হয়।
রাজপাড়া থানা পুলিশের এসআই মো: আবু শাহাদতের নেতৃত্বে একটি পুলিশি টিম এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে রাজপাড়া থানার আইডি বাগানপাড়ায় অভিযান পরিচালনা করে আসামি বুলবুলিকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৭৬ লিটার চোলাই মদ ও মাদক বিক্রির ৭ লাখ ২৯ হাজার ৯শ বিরানব্বই টাকা জব্দ করে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপির কাটাখালী, পবা ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।