রবিবার | ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
চলতে চলতে থেমে যাচ্ছে রেলের ইঞ্জিন, স্পেয়ার পার্টসের অভাবে বিঘ্ন রেল চলাচল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই : তারেক রহমান ইউক্রেন যুদ্ধ বন্ধের বদলে কী কী চান পুতিন হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য, বদরুদ্দীন উমর, মাহমুদুর ও নাহিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক তৈরীর সরঞ্জাম উদ্ধার রাকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা ৮ বছর একসঙ্গে থাকার পর বিয়ে করতে যাচ্ছেন রোনালদো-জর্জিনা ৪ মাস পর হিলি বন্দর দিয়ে এলো চাল ডাকসু নির্বাচন : প্রথম দিনে মনোনয়ন ফরম নিয়েছেন ৭ জন করদাতাদের ভয় দেখাতে নয়, সচেতন করতেই এমন বিজ্ঞপ্তি : এনবিআর চেয়ারম্যান
হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য, বদরুদ্দীন উমর, মাহমুদুর ও নাহিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত

হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য, বদরুদ্দীন উমর, মাহমুদুর ও নাহিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত

প্রবাহ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে লেখক-গবেষক ও বামপন্থি রাজনীতিক বদরুদ্দীন উমর, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ট্রাইব্যুনালে সাক্ষ্য দেয়ার বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

রোববার (১৭ আগস্ট) শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম এ কথা জানান।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এ মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ (তদন্ত কর্মকর্তার সাক্ষ্য বাদে) আগামী অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে শেষ হতে পারে বলে জানান তিনি।

এ মামলায় আজ দুপুর পর্যন্ত তিনজনের সাক্ষ্যগ্রহণ হয়। তারা হলেন, আব্দুস সামাদ, মো. মিজান মিয়া ও নাইম শিকদার। বিকেলে আরও একজন সাক্ষ্য দেন। এ নিয়ে এ মামলায় মোট ৯ জন সাক্ষ্য দিলেন। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য মামলার কার্যক্রম আগামীকাল সোমবার পর্যন্ত মুলতবি করেছেন আদালত।

কবে নাগাদ এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হতে পারে, এ প্রশ্নে প্রসিকিউটর মিজানুল বলেন, আগামী মাসের (সেপ্টেম্বর) মধ্যে শেষ করতে পারবো (তদন্ত কর্মকর্তা বাদে)। অথবা পরের মাসের (অক্টোবর) শুরুর সপ্তাহে যেতেও পারে।

এ মামলায় মাহমুদুর রহমান, নাহিদ ইসলাম ও বদরুদ্দীন উমর কবে সাক্ষ্য দেবেন জানতে চাইলে প্রসিকিউটর বলেন, ‘ওনাদের সঙ্গে আলোচনা করবো, ওনারা কবে আসতে পারবেন, সেভাবে আমরা করবো।’

শেখ হাসিনার পাশাপাশি এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আসামি। তাদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এরই মধ্যে অপরাধ স্বীকার করে নিয়েছেন। একই সঙ্গে তিনি এ মামলায় রাজসাক্ষী হয়েছেন। মামলার অন্য দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.