মঙ্গলবার | ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
আনুপাতিক পদ্ধতির নির্বাচন সময়ের দাবি : চরমোনাই পীর ঢাকার বায়ুদূষণ রোধে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ চিহ্নিত করা হবে: পরিবেশ উপদেষ্টা আশ্রয়প্রার্থীদের নৌকায় চেপে ব্রিটেনে পৌঁছানোর রেকর্ড অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ : লিভ টু আপিল শুনানি ১৬ জুলাই ‘পঞ্চপাণ্ডব’ ছাড়া নতুন যুগে বাংলাদেশ একদিনে আরও ৩৮৬ জনের ডেঙ্গু শনাক্ত, সবচেয়ে বেশি বরিশালে একান্ত বৈঠকে কী বলেছিলেন প্রধান উপদেষ্টা, জানালেন সিইসি আমরা নতুন দেশ গড়ার আন্দোলনে নেমেছি : নাহিদ ইসলাম ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘আল্লাহর শত্রু’ আখ্যা দিয়ে ইরানে ফতোয়া নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদী চীন : ফখরুল
আশ্রয়প্রার্থীদের নৌকায় চেপে ব্রিটেনে পৌঁছানোর রেকর্ড

আশ্রয়প্রার্থীদের নৌকায় চেপে ব্রিটেনে পৌঁছানোর রেকর্ড

প্রবাহ ডেস্ক: চলতি বছরের এখন পর্যন্ত ছোট নৌকায় চেপে অভিবাসীদের ব্রিটেনে পৌঁছানোর রেকর্ড হয়েছে। বছরের প্রথম ছয় মাসে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২০ হাজার আশ্রয়প্রার্থী ব্রিটেনে পৌঁছেছেন। অভিবাসীদের ব্রিটেনে পৌঁছানোর এই সংখ্যা অন্য যেকোনও বছরের একই সময়ের তুলনায় সর্বোচ্চ রেকর্ড। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অভিবাসীদের অবৈধ পথে যুক্তরাজ্যে পৌঁছানোর হার বেড়ে যাওয়ায় তা দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের ওপর চাপ তৈরি করেছে। সরকার অভিবাসীদের সংখ্যা কমাতে কাজ করলেও কোনোভাবে তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কেবল সোমবারই অন্তত ৮৭৯ জন অভিবাসী ব্রিটেনে পৌঁছেছেন। এ নিয়ে চলতি বছরের প্রথমার্ধে দেশটিতে অভিবাসীদের পৌঁছানোর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৮২ জনে, যা এক বছর আগের তুলনায় ৫০ শতাংশ বেশি।

প্রত্যেক বছর অত্যন্ত বিপজ্জনক সাগর পথে ছোট নৌকায় চেপে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে হাজার হাজার মানুষ যুক্তরাজ্যে প্রবেশ করেন। দেশটির ভোটারদের কাছেও অভিবাসীদের অবৈধপথে পৌঁছানোর বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার এই মানবপাচারের পেছনে থাকা চক্র গুঁড়িয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ব্রিটেনের সরকার বলেছে, গত বছরের জুলাই থেকে ২৪ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হয়েছে। অনুকূল আবহাওয়া ও নৌকায় অধিকসংখ্যক মানুষ পরিবহনে পাচারকারীদের নতুন কৌশলের কারণে সমুদ্রপথে অভিবাসীদের যাত্রা সহজ হয়েছে। গত বছর ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৭৩ জন অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি ঘটে।

যুক্তরাজ্যের ক্ষমতাসীন সরকার আশ্রয়প্রার্থীদের আবাসনের জন্য ব্যয়বহুল হোটেল ব্যবহারের প্রথাও বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে ছোট নৌকার আগমন ঠেকাতে লেবার পার্টির ব্যর্থতায় দেশটির অভিবাসনবিরোধী ও ডানপন্থী রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজের জনপ্রিয়তা বেড়েছে। দলটি বর্তমানে জাতীয় জনমত জরিপে ভোটারদের পছন্দের শীর্ষে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নাইজেল ফারাজ লিখেছেন, ‘‘(ছোট নৌকায় আগমনের সংখ্যা) একটি রেকর্ড এবং আমরা যদি আগতদের সবকিছু দিতে থাকি তাহলে এই সংখ্যা আরও বাড়বে।

এর আগে, গত মে মাসে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দেশটির সামগ্রিক অভিবাসনের সংখ্যা হ্রাস করার প্রস্তাব দিয়েছিলেন। সেই সময় তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন, ব্রিটেন ‘অচেনা মানুষের এক দ্বীপে’’ পরিণত হওয়ার ঝুঁকিতে আছে।

যদিও তার এই মন্তব্যকে বিভাজনমূলক হিসেবে উল্লেখ করে অনেকে তীব্র সমালোচনা করেন। পরে তিনি এই মন্তব্যের জন্য দুঃখও প্রকাশ করেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.