নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় আয়োজন করা হয়।
জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান, পুলিশ সুপার ফারজানা ইসলাম ও সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. এসএম বায়েজিদ উল-ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা মাদকের ভয়াবহ বিস্তার রোধে ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পরিবার থেকেই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এর আগে স্বাগত বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পরিচালিত অভিযানের একটি পরিসংখ্যান তুলে ধরেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই রাজশাহীতে ৬০২ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
তিনি জানান, এই সময়ে ৯৩৮টি অভিযান চালিয়ে ৫৯৭টি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬ কেজি ৭১১ গ্রাম হেরোইন, ৬২২ বোতল ফেনসিডিল, ৩ হাজার ১৩৯ পিস ইয়াবা ও ১২৩ কেজির বেশি গাঁজা। এছাড়া মাদক কারবারে ব্যবহৃত যানবাহন ও নগদ ১৩ লক্ষাধিক টাকা জব্দ করা হয়েছে। এই সময়ে দায়েরকৃত মামলার মধ্যে ৩৪টি মামলায় সাজা হয়েছে, যার মধ্যে ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী নগরী ও উপজেলা পর্যায়ে লিফলেট বিতরণ, মাইকিং, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন এবং শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, জেলার ৯টি সরকারি-বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে গত পাঁচ মাসে ৫১৭ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।