নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের এপিএস হাসিনুর ইসলাম ওরফে সজলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে রাজশাহী মহানগর পুলিশের শাহমখদুম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সোমবার (২৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।
গ্রেপ্তারকৃত হাসিনুর ইসলাম সজল নগরীর শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া মহল্লার বাসিন্দা। তিনি সাইনুদ্দীন সান্টুর ছেলে।
পুলিশ জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসম্পাদক। তিনি সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত হন। প্রথমে ব্যক্তিগত ব্যবসা দেখাশোনা করলেও পরে নিয়োগ-বদলি বাণিজ্য ও বিভিন্ন তদবিরের মাধ্যমে সজল বিপুল সম্পদের মালিক হন বলে স্থানীয়দের অভিযোগ।
আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রকিবুল হাসান ইবনে রহমান জানান, গ্রেপ্তার সজলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার বিষয়ে তদন্ত চলছে।