রবিবার | ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
চলতে চলতে থেমে যাচ্ছে রেলের ইঞ্জিন, স্পেয়ার পার্টসের অভাবে বিঘ্ন রেল চলাচল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই : তারেক রহমান ইউক্রেন যুদ্ধ বন্ধের বদলে কী কী চান পুতিন হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য, বদরুদ্দীন উমর, মাহমুদুর ও নাহিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক তৈরীর সরঞ্জাম উদ্ধার রাকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা ৮ বছর একসঙ্গে থাকার পর বিয়ে করতে যাচ্ছেন রোনালদো-জর্জিনা ৪ মাস পর হিলি বন্দর দিয়ে এলো চাল ডাকসু নির্বাচন : প্রথম দিনে মনোনয়ন ফরম নিয়েছেন ৭ জন করদাতাদের ভয় দেখাতে নয়, সচেতন করতেই এমন বিজ্ঞপ্তি : এনবিআর চেয়ারম্যান
রাজশাহী বিভাগের মধ্যে প্রিমিয়াল লীগ চালু করবো: আমিনুল

রাজশাহী বিভাগের মধ্যে প্রিমিয়াল লীগ চালু করবো: আমিনুল

নিজস্ব প্রতিবেদক: টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগীতা, পেশার হান্ট ও আনন্দ আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আয়োজনের উদ্বোধন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট মর্যাদা প্রাপ্তির রজতজয়ন্তী উদযাপন। ভবিষ্যত প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে হয় অনূর্ধ্ব-১২ ক্রিকেট উৎসব, পেসার ও স্পিন হান্ট, ছবি আঁকার প্রতিযোগিতা। টেস্ট ক্রিকেটের ঐতিহাসিক মুহূর্ত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে দেখানো হয় ভিডিও ও ছবি। বিসিবির ভাষ্য, কেন্দ্র থেকে প্রান্তিকে ক্রিকেটকে ছড়িয়ে দিতেই এ আয়োজন।

২০০০ সালের জুন মাসে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট খেলার মর্যাদা পেয়েছিল বাংলাদেশ। সেই টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর স্মরণীয় করে রাখতে ৭ বিভাগে নানা আয়োজনে উৎসব করছে বিসিবি। এরই ধারাবাহিকতায় রোববার সকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আয়োজনের উদ্বোধন করেন বিসিবি চেয়ারম্যান ও বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম সেঞ্চুরি করা ব্যাটার আমিনুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, ক্রিকেটকে সারাদেশে ছড়িয়ে দিতে এ আয়োজন। রাজশাহীসহ ৭ বিভাগীয় স্টেডিয়ামে এ উৎসব হবে।
রাজশাহীর স্টেডিয়াম নিয়ে তিনি বলেন, এখানে যে গ্রাউন্ড ফিল্ড আছে, এমন গ্রাউন্ড ফিল্ড অনেক দেশের নেই। এত সুন্দর ইউকেট নেই। এখন রাজশাহীতে প্রথম শ্রেনীর খেলা হয়। আমরা যেটা করবো রাজশাহী বিভাগের মধ্যে প্রিমিয়াল লীগ চালু করবো। ক্রিকেট এ্যক্টিভিটি আরো বাড়াবো। ট্রেনিং, কোচিং ও অম্পোয়ারিং প্রোগ্রম বাড়াবো। বয়স ভিত্তিক খেলা আমরা দুই দিনের জন্য করেবা।

গ্রাইন্ড ও বিপিএল চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, রাজশাহীর এই মাঠে অন্তর্জাতিক ম্যাচ করার জন্য কিছু ফ্যাসিলিটি উন্নয়ন করা দরকার। সেই ব্যপারে আমি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে আলাপ আলোচনা করেছি। প্রস্তবনা দিয়েছি। আগামী বছর বড় আন্তর্জাতিক বা বিপিএলের খেলা আমরা দেখতে পাবো আশা করি।

এসময় তিনি, প্রিমিয়ার লিগ, বিপিএল, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলা বেশি বেশি অনুষ্ঠিত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনের পর টেস্টের সেই সাদা জার্সি গায়ে চাপিয়ে মাঠের ক্রিকেটে অংশ নেন অনূর্ধ্ব ১২ এর খুদে ক্রিকেটাররা। মাঠের দুটি অংশে ৬ ওভারের খেলায় ছেলেদের ৬ টি ও মেয়েদের ৬ টি মোট ১২টি দল অংশ নেয়। প্রতি দলের হয়ে ৬ জন ক্রিকেটার মাঠে দক্ষতা আর নৈপুণ্য দেখান। স্কুলের পর্যায়ের ক্রিকেটাররা লীগ ভিত্তিক এই ক্রিকেট উৎসবে অংশ নিয়ে দারুন উচ্ছ্বসিত।

 

 

 

 

 

 

 

 

 


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.