রবিবার | ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
চলতে চলতে থেমে যাচ্ছে রেলের ইঞ্জিন, স্পেয়ার পার্টসের অভাবে বিঘ্ন রেল চলাচল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই : তারেক রহমান ইউক্রেন যুদ্ধ বন্ধের বদলে কী কী চান পুতিন হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য, বদরুদ্দীন উমর, মাহমুদুর ও নাহিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক তৈরীর সরঞ্জাম উদ্ধার রাকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা ৮ বছর একসঙ্গে থাকার পর বিয়ে করতে যাচ্ছেন রোনালদো-জর্জিনা ৪ মাস পর হিলি বন্দর দিয়ে এলো চাল ডাকসু নির্বাচন : প্রথম দিনে মনোনয়ন ফরম নিয়েছেন ৭ জন করদাতাদের ভয় দেখাতে নয়, সচেতন করতেই এমন বিজ্ঞপ্তি : এনবিআর চেয়ারম্যান
একসঙ্গে ছয় বিসিএস পরীক্ষার সময়সূচি ঘোষণা

একসঙ্গে ছয় বিসিএস পরীক্ষার সময়সূচি ঘোষণা

প্রবাহ ডেস্ক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রথমবারের মতো একসঙ্গে ছয়টি বিসিএস পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। এতে চলমান ৪৪তম বিসিএস থেকে শুরু করে আসন্ন ৪৯তম বিসিএস পর্যন্ত প্রিলিমিনারি, লিখিত এবং চূড়ান্ত ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আগামী ১ নভেম্বর। আবেদন গ্রহণ চলবে ওই মাসের ৩০ তারিখ পর্যন্ত। এ ছাড়া বিশেষ ৪৮তম বিসিএসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেপ্টেম্বরের মধ্যেই এর চূড়ান্ত সুপারিশ প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য নির্ধারিত সময়ের মধ্যেই লিখিত পরীক্ষা ও ফল প্রকাশের প্রক্রিয়া শেষ করা হবে বলে জানানো হয়েছে।

সময়সূচি অনুযায়ী, ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হবে আগামী ৩০ জুন। ৪৫তম বিসিএসের লিখিত ফল প্রকাশ হবে ১৯ জুন, আর চূড়ান্ত ফলাফল দেয়া হবে ১০ ডিসেম্বর ২০২৫। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে ২৪ জুলাই, এবং ফল প্রকাশ হবে ১৮ ডিসেম্বর।

অন্যদিকে, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে ১৯ সেপ্টেম্বর, যার ফল প্রকাশ করা হবে ২৮ সেপ্টেম্বর। এরপর লিখিত পরীক্ষা শুরু হবে ২৭ নভেম্বর।

বিশেষ ৪৮তম বিসিএসে সময় ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে। এই বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ জুলাই, ফল ২১ জুলাই, আর চূড়ান্ত সুপারিশ প্রকাশ হবে ২২ সেপ্টেম্বর, মাত্র দুই মাসের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা নেয়া হয়েছে।

পিএসসি জানিয়েছে, নিয়মিত বিসিএস পরীক্ষার ক্ষেত্রে প্রিলিমিনারি নেয়া হবে বিজ্ঞপ্তির কমপক্ষে দুই মাস পর এবং লিখিত পরীক্ষা হবে প্রিলিমিনারির ফল ঘোষণার দুই মাস পর। প্রার্থীদের প্রস্তুতির সুবিধার্থে মৌখিক পরীক্ষাগুলো এমনভাবে নির্ধারণ করা হবে যাতে এক বিসিএসের সঙ্গে আরেকটির সময় মিলে না যায় এবং কমপক্ষে এক মাসের ব্যবধান থাকে।

কমিশন আরও জানায়, প্রকাশিত সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে, তবে নির্ধারিত সময়মতো তা বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে তারা। এছাড়া, সামনের ডিসেম্বর মাসে পরবর্তী বিসিএস পরীক্ষাগুলোর সময়সূচিও পর্যায়ক্রমে জানিয়ে দেয়া হবে বলেও জানানো হয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.