মঙ্গলবার | ২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক ঘনবসতিপূর্ণ জায়গায় বিমান প্রশিক্ষণ, এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না : রুহুল কবির রিজভী উত্তরায় বিমান দুর্ঘটনা, এখনো থেমে নেই দগ্ধদের আসা, হাসপাতালমুখি একের পর এক অ্যাম্বুলেন্স বিমান বিধ্বস্ত, জামায়াতের শোক, আধুনিক হাসপাতালে ছুটে গেলেন আমির ডা. শফিকুর রহমান ‘বাচ্চাদের শূন্যতার ভার কীভাবে বইবেন মা-বাবারা’ উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ ১৯ নিহত, আহত ১৬৪: আইএসপিআর বিমান বিধ্বস্তে নিহত ১৯, জানালো ফায়ার সার্ভিস শত চেষ্টাও রাবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে পারছে না কর্তৃপক্ষ জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঈদে মুক্তির তালিকায় এখনও ৬ সিনেমা

ঈদে মুক্তির তালিকায় এখনও ৬ সিনেমা

প্রবাহ ডেস্ক: ঈদ মানেই ঢাকাই সিনেমার উৎসব। এবারের কোরবানির ঈদেও তার ব্যতিক্রম নয়।

সপ্তাহখানেক আগেও মুক্তির তালিকায় ছিল ১০ সিনেমা। তবে ইতোমধ্যেই সরে দাঁড়িয়েছে ৪টি সিনেমা। সবশেষ তথ্য ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৬টি সিনেমা।

সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’। রায়হান রাফী পরিচালিত সিনেমাটিতে নায়িকার চরিত্রে রয়েছে ছোট পর্দার পরিচিত মুখ সাবিলা নূর। এছাড়াও সিনেমাটির বিশেষ চরিত্রে হাজির হবেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। আরও থাকছেন এফএস নাঈম, আফজাল হোসেন, রোজি সিদ্দিকীসহ অনেকে।

ঈদে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র’। মিঠু খান পরিচালিত সিনেমাটিতে আরও আছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা।

মুক্তির তালিকায় রয়েছেন নির্মাতা সঞ্জয় সমদ্দারের নতুন সিনেমা ‘ইনসাফ’। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ, মোশাররফ করিম। অ্যাকশন ও থ্রিলার ঘরানার সিনেমা হতে যাচ্ছে ‘ইনসাফ’। এটি প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস।

আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন নতুন সিনেমার মাধ্যমে এবার ঈদে প্রেক্ষাগৃহে হাজির হবেন। ‘এশা মার্ডার: কর্মফল’ নামের সানী সানোয়ার পরিচালিত সিনেমাটিতে পুলিশ অফিসার লিনা রূপে দেখা যাবে বাঁধনকে। চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পূজা এগনেজ ক্রুজ, মিশা শওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, রওনক রিপন, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, সৈয়দ এজাজ আহমেদ, হাসনাত রিপন, সুষমা সরকার, ইশিকা, নোভা, জশ প্রমুখ।

মুক্তির অপেক্ষায় রয়েছে আরেক সিনেমা ‘টগর’। এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত ও পরিবেশিত সিনেমাটি পরিচালনায় আছেন নির্মাতা আলোক হাসান। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরি। সিনেমাটি প্রযোজনা করেছেন রণক ইকরাম। এতে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।

আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে আরেক সিনেমা ‘উৎসব’। এটি পরিচালনা করেছেন তানিম নূর। পরিবারকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। দীর্ঘদিন পর সিনেমাটি দিয়ে একসঙ্গে বড় পর্দায় আসছেন জাহিদ হাসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, অপি করিম, জয়া আহসান, ইন্তেখাব দিনার প্রমুখ।

এদিকে, মুক্তির আওয়াজ তুললেও সরে দাঁড়িয়েছে অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ ও ফরহাদ হোসেনের ‘নাদান’। এ ছাড়া পোস্টার প্রকাশের পর থেমে গেছে রাখাল সবুজের ‘সর্দার বাড়ির খেলা’ ও রাকিবুল আলম রাকিবের ‘গোয়ার’ সিনেমার প্রচার।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.