বৃহস্পতিবার | ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
রাজশাহীতে ৫৭ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

রাজশাহীতে ৫৭ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পুঠিয়া থানা নয়াপাড়া গ্রাম থেকে ৫৭ কেজি অবৈধ গাঁজাসহ রাব্বী হৃদয়কে গ্রেফতার করেছে রাজশাহী ডিবি পুলিশ।

মঙ্গলবার (০৩ জুন) সকাল সাড়ে ৮ টায় মাদক ব্যবসায়ী রাব্বী হৃদয়কে থেকে ৫৭ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফজলে রাব্বী হৃদয় (২৩) রাজশাহী পুঠিয়া থানার নয়াপাড়া গ্রামের মোঃ রহিদ মোল্লার পুত্র।

 

পুলিশ সুত্রে জানা যায়, রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই মোঃ মাহবুব আলম ও ফোর্স-সহ পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার ও তার সন্নিহিত এলাকায় বিশেষ ডিউটিতে নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, নয়াপাড়া গ্রামের কুদ্দুস মোল্লার টিনশেড বসতবাড়িতে বিপুল পরিমান গাঁজাসহ এক ব্যক্তি অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি।পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ফজলে রাব্বী হৃদয়কে আটক করা হয়। পরে তার শয়নকক্ষের খাটের নিচ থেকে স্কচটেপে মোড়ানো প্লাস্টিকের বস্তায় রাখা ৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় একই মামলার আরেক অভিযুক্ত, পুঠিয়ার আব্দুর রহিম মোল্লা নামের এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

গ্রেপ্তার ও পলাতক দুইজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.