রবিবার | ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান আরএমপি’র অভিযানে ইয়াবা, অ্যালকোহল ও চোলাই মদসহ গ্রেপ্তার ৪ চলতে চলতে থেমে যাচ্ছে রেলের ইঞ্জিন, স্পেয়ার পার্টসের অভাবে বিঘ্ন রেল চলাচল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই : তারেক রহমান ইউক্রেন যুদ্ধ বন্ধের বদলে কী কী চান পুতিন হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য, বদরুদ্দীন উমর, মাহমুদুর ও নাহিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক তৈরীর সরঞ্জাম উদ্ধার
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ লাইভ দেখুন টফিতে

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ লাইভ দেখুন টফিতে

প্রবাহ ডেস্ক: শুরু হতে যাচ্ছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২০২৭। এই ক্রীড়া ইভেন্ট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে রয়েছে বাড়তি উত্তেজনা। ফ্যানদের এই আগ্রহ বিবেচনায় নিয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ বিনামূল্যে লাইভস্ট্রিম করবে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি।

 

এর ফলে দর্শকরা আরও স্বাচ্ছন্দ্যদায়ক এবং সুবিধাজনক উপায়ে উচ্চমানের কন্টেন্ট উপভোগ করার সুযোগ পাবেন। টফি সম্প্রতি একটি নতুন ইউজার ইন্টারফেস উন্মোচন করেছে, যা গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করবে। এখন থেকে যেকোনো অবস্থাতেই গ্রাহকরা স্ট্রিমিং করতে পারবেন; ভ্রমণরত অবস্থা কিংবা কাজের বিরতি, অথবা কোথাও যাওয়ার পথে যেকোনো সময় এই স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে দেখতে পারবেন নিজের প্রিয় খেলার প্রতিটি মুহূর্ত।

 

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পাশাপাশি, প্রিমিয়াম প্যাকে সাবস্ক্রাইব করলে দর্শকরা টফিতে ১০ হাজারেরও বেশি কন্টেন্ট দেখতে পারবেন।

 

বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) গোলাম কিবরিয়া বলেন, “গ্রাহকদের জন্য টফিতে বিনামূল্যে বহুল প্রতীক্ষিত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২০২৭ উপভোগ করার সুযোগ নিয়ে আসতে পেরে আমারা আনন্দিত। আমরা সম্প্রতি প্রিমিয়াম প্যাক এবং একটি ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেস চালু করেছি; যার ফলে গ্রাহকরা এখন আরও সহজে ও স্বাচ্ছন্দ্যে এই টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন। গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা বিবেচনায় নিয়ে বিশ্বমানের ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে তাদের ভিউয়িং অভিজ্ঞতা উন্নত করাই আমাদের লক্ষ্য।”

 

তাহলে আর দেরি কিসের? যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টানটান উত্তেজনা উপভোগ করতে আজই সাবস্ক্রাইব করুন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.