শনিবার | ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
এফডিসিতে রামদা হাতে শাকিব খানকে খোঁজা যুবক গ্রেপ্তার

এফডিসিতে রামদা হাতে শাকিব খানকে খোঁজা যুবক গ্রেপ্তার

প্রবাহ ডেস্ক: গত শনিবার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। সেদিন রামদা হাতে এক যুবক এফডিসিতে ঢুকে পড়েন এবং শাকিব খানের খোঁজ করতে থাকেন।

এসময় তার চিৎকার-চেঁচামেচি ও ভাঙচুরে উপস্থিত লোকজন সবাই হতবাক হয়ে পড়েন। পরিস্থতি বেগতিক দেখে পুলিশকে খবর দেওয়া হয়। একপর্যায়ে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, এফডিসিতে প্রবেশ করে ওই যুবক শাকিব খানের নাম ধরে চিৎকার করতে থাকে। এসময় তিনি জানান, তার বাড়ি জামালপুর। গলুই সিনেমার শুটিংয়ে কাজ করেছিল, কিন্তু টাকা পায়নি। তাই শাকিব খানের কাছে পাওনা টাকা তুলতে এসেছেন।

ঘটনার বর্ণনা দিয়ে নির্মাতা গাজী মাহবুব বলেন, ‘আমরা তখন এফডিসিতে ছিলাম। হঠাৎ হইচই শুনে বাইরে এসে দেখি, এক যুবক চাপাতি (রামদা) হাতে ভাঙচুর করছে এবং চিৎকার করছে শাকিব খানের নাম ধরে। পরিস্থিতি শান্ত রাখার জন্য আমরা পুলিশে খবর দেই। এর আগ পর্যন্ত তাকে নানা কথায় ব্যস্ত রাখার চেষ্টা করি। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে নিয়ে যায়।’

এ ঘটনায় এফডিসি কর্তৃপক্ষ থানায় মামলা করেছে। রোববার (১ জুন) মানিক মিয়াকে আদালতে তোলা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.