শনিবার | ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ফজলুর রহমানকে গ্রেপ্তার দাবিতে বাসার সামনে অবস্থান রোহিঙ্গা সংকট, বিশ্ব সম্প্রদায়ের উচিত প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা: জাতিসংঘ ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিলো বিএনপি হত্যা মামলায় রিমান্ডে আফ্রিদি, খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে জামিন চাইলেন আইনজীবী ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান আরএমপি’র অভিযানে ইয়াবা, অ্যালকোহল ও চোলাই মদসহ গ্রেপ্তার ৪ চলতে চলতে থেমে যাচ্ছে রেলের ইঞ্জিন, স্পেয়ার পার্টসের অভাবে বিঘ্ন রেল চলাচল
প্রায় ৫০০ অভিনয়শিল্পী এক নাটকে!

প্রায় ৫০০ অভিনয়শিল্পী এক নাটকে!

প্রবাহ ডেস্ক: প্রায় ৫০০ জন অভিনয়শিল্পী নিয়ে নির্মিত হলো ঈদের নাটক ‘যাত্রা বিরতি’। এ নাটকের লোকেশন ছিল বরিশালের বিলাসবহুল একটি লঞ্চ এবং বরিশালের প্রত্যন্ত অঞ্চল।

আকবর হায়দার মুন্নার প্রযোজনায়, সুবাতা রাহিক জারিফার রচনায় এবং আদিফ হাসানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, সিনথিয়া ইয়াসমিন, সুমাইয়া অর্পা, বিনয় ভদ্র, হায়দার আলী, বাদল, কাঞ্চনসহ প্রায় শ’পাঁচেক শিল্পী।

নাটকটির গল্প বলতে গিয়ে পরিচালক আদিফ হাসান বলেন, ‘বরিশালের উদ্দেশে ঈদের আগের রাতে শেষ লঞ্চটি ছেড়ে যাচ্ছে ঢাকার সদরঘাট থেকে। লঞ্চের সুপারভাইজার দেলোয়ার নিজেকে অতি জ্ঞানী মনে করলেও মূলত সে সহজ সরল টাইপের একজন মানুষ। ঈদের আগের রাত এবং শেষ লঞ্চ হওয়ায় তিল ধরনের ঠাই নেই। সেই লঞ্চের ভিআইপি কেবিনের যাত্রী আইরিন এবং তার ছোট বোন। লঞ্চে নানা অব্যবস্থাপনা দেখে আইরিনের সাথে সুপারভাইজার দেলোয়ারের মনোমালিন্য হয়। আইরিন দেলোয়ারকে দেখে নেওয়ার হুমকি দেয়।’

এদিকে লঞ্চে উঠেছে নানা কিসিমের যাত্রী। কেউ ১৪ বছর পর প্রবাস থেকে পরিবারের সাথে প্রথম ঈদ করতে এসেছে, কেউ কোরবানির উদ্দেশে ঢাকা থেকে দুটি খাসি কিনে নিয়ে যাচ্ছে, কেউ ভাইয়ের বিয়ে উপলক্ষে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছে, নতুন বউ প্রথমবারের মতো বাড়িতে যাচ্ছে ঈদ করতে, কাজিনরা মিলে যাচ্ছে বাড়িতে ঈদ করতে, এরকম অনেক যাত্রী উঠেছে, যারা নানান স্বপ্ন নিয়ে বাড়িতে যাচ্ছে ঈদ করতে।

এরই মধ্যে লঞ্চে ঘটতে থাকে নানান ঘটনা। সকাল বেলা ঈদ তাই লঞ্চের মধ্যে উৎসবমুখর পরিবেশ। কিন্তু তখনই লঞ্চটি দুর্ঘটনার কবলে পড়ে। আতঙ্কিত হয়ে যায় যাত্রীরা। শেষ পর্যন্ত ঈদ উদযাপনের জন্য যাত্রীরা নিরাপদে কি নিজ নিজ বাড়ি পৌঁছতে পারেন? এমন গল্প নিয়েই নাটকের কাহিনি।

অভিনেতা রাশেদ সীমান্ত বলেন, “ঈদে বেশ কয়েকটি নাটক করেছি, তবে ‘যাত্রা বিরতি’র গল্পটি অন্যরকম ভালো লাগা কাজ করেছে। লক্ষ লক্ষ মানুষ ঈদকে কেন্দ্র করে নাড়ির টানে বাড়ি ফিরে। কিন্তু সেই যাত্রা সব সময় যে আনন্দদায়ক হয় এরকম নয়। সেরকম একটি ঈদ যাত্রার গল্প নিয়ে এই নাটক। প্রায় ৫০০ জনের মতো মানুষ নাটকটিতে অংশগ্রহণ করেছে। নাটকটি করতে গিয়ে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। তবে প্রিয় দর্শকরা যদি নাটকটি উপভোগ করে, তাহলে আমাদের কষ্টটা সার্থক হবে।’

জানা গেছে, ঈদের আগে ৫ জুন বিকাল ৫টায় ক্লাব এলিভেন এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হবে।

 


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.