সোমবার | ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ফজলুর রহমানকে গ্রেপ্তার দাবিতে বাসার সামনে অবস্থান রোহিঙ্গা সংকট, বিশ্ব সম্প্রদায়ের উচিত প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা: জাতিসংঘ ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিলো বিএনপি হত্যা মামলায় রিমান্ডে আফ্রিদি, খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে জামিন চাইলেন আইনজীবী ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান আরএমপি’র অভিযানে ইয়াবা, অ্যালকোহল ও চোলাই মদসহ গ্রেপ্তার ৪ চলতে চলতে থেমে যাচ্ছে রেলের ইঞ্জিন, স্পেয়ার পার্টসের অভাবে বিঘ্ন রেল চলাচল
বাগামারায় মাদক ব্যবসায়ী ২৪০ বোতল অ্যালকোহলসহ গ্রেফতার

বাগামারায় মাদক ব্যবসায়ী ২৪০ বোতল অ্যালকোহলসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার বাগমারা হতে হোমিওপ্যাথি ওষুধ বিক্রির আড়ালে শতকরা ৯০% অ্যালকোহল যুক্ত বিপুল পরিমাণ অবৈধ প্রাণঘাতী মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী আপেল‘কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

আজ মঙ্গলবার (২৭ মে) রাত্রী ০১.৩০ মিনিটে রাজশাহীর বাগমারা মচমইল গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আপেল মাহমুদ (৪০) কে গ্রেফতার ও অ্যালকোহল (স্পিরিট)-২৪০ বোতল উদ্ধার করে।

র‌্যাব সূত্রে জানা যায়, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাগমারা থানার মচমইল গ্রাম এলাকায় নিজ বসতবাড়ীতে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য অ্যালকোহল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে। পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে, র‌্যাবের একটি গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন ও অনুসরণ শুরু করে। গভীর রাতে উক্ত মাদক ব্যবসায়ীর বসতবাড়ীতে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে এবং উক্ত বসতবাড়ী তল্লাশী করে ২৪০ বোতল অবৈধ অ্যালকোহল উদ্ধার করে। এ সকল মাদকদ্রব্য শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত। এই ভয়ানক প্রাণঘাতী মাদক সেবনে অতি সম্প্রতি প্রাণনাশের ঘটনাও ঘটেছে।

আপেল মাহমুদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত হোমিওপ্যাথিক ঔষধ এর আড়ালে অধিক লাভবানের আশায় রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট ৯০% অ্যালকোহল যুক্ত মাদক বিক্রয় করে আসছিল।

তার বিরুদ্ধে রাজশাহী জেলার বাগামারা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, প্রতিষ্ঠার শুরু থেকেই তারা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসবাদ, চোরাচালান, অবৈধ অস্ত্র ব্যবসা, মাদক ও অন্যান্য অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংস্থাটি জানিয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.