শুক্রবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
ফুলের কান আছে! সামনে এল যুগান্তকারী আবিষ্কার

ফুলের কান আছে! সামনে এল যুগান্তকারী আবিষ্কার

প্রবাহ ডেস্ক: মৌমাছিরা ফুলের মধু খেতে পছ্ন্দ করে। তবে যে ফুলের গাছে মধু রয়েছে সেখানে ঘটে অবাক করা একটি কান্ড। এটা অনেকেই জানেন না মৌমাছির পাখার শব্দ বুঝতে পারে গাছ। তখন সে ফুলের মধুকে আরও মিষ্টি করে দেয়। সেই মধু খেয়ে মৌমাছিরা অনেক বেশি আনন্দ পায়।

গাছরা নানা ধরণের ফুলের রং তৈরি করে। সেখান থেকে মিষ্টি গন্ধ বের হয়। এরফলে মৌমাছিরা আকৃষ্ট হয়। তারা ফুলের দিকে ছুটে আসে। তবে বহু যুগ ধরে গবেষকরা পরীক্ষা করছিলেন গাছ কী শুনতে পায়।

এখানেই অবাক করা তথ্য সামনে এসেছে। ফুলেরা যেকোনও ধরণের শব্দে সাড়া দিতে পারে। তাদের কাছে গিয়ে যদি খুব অল্প শব্দ করা যায় তাহলে তারা তাতে সাড়া দেয়। তখন তাদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি হয়ে থাকে।

ইউনিভার্সিটি অফ তুরিনের একদল গবেষক এই কাজে বহুদিন ধরে লেগে ছিলেন। তারা ফুলকে নানাভাবে পরীক্ষা করেছেন। সেখান থেকে তারা জানিয়েছেন যদি ফুলের খুব কাছে গিয়ে তাকে শব্দ দিয়ে আকৃষ্ট করা যায় তাহলে ফুলের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি হয়। সে নিজের মধ্যে থেকে বাড়তি মধু তৈরি করতে থাকে। এই বাড়তি মধু সাধারণ সময়ে থাকা মধুর তুলনায় অনেক বেশি মিষ্টি।

যখন মৌমাছি ফুলের কাছে যায় তখন তার পাখনা দিয়ে এক ধরণের শব্দ তৈরি হয়। সেই শব্দকে ফুল বুঝতে পারে। তখন তার মধ্যে বাড়তি মধু তৈরি করে সে। একটি গাছের জীবনচক্র থেকে এই তথ্য সামনে উঠে এসেছে।

একসময় ছিল যখন প্রমাণ হয়েছিল গাছেদের প্রাণ আছে। তারপর প্রমাণ হয় তারা উদ্দীপনাতে সাড়া দেয়। আর এবার প্রমাণ হল ফুল শব্দ শুনতে পায়। এই শব্দ শুনে সে বাড়তি মধু তৈরি করে এবং তার মিষ্টতা অনেক বেশি বাড়তে থাকে। তখন তাকে চেটেপুটে নিয়ে যায় মৌমাছির দল। আর সেখানেই ফুলের আনন্দ।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.