বুধবার | ২৮শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ভাড়া নেয়ার কথা বলে বাসায় ঢুকে তিন জনকে অজ্ঞান করে স্বর্ণ-টাকা লুট ২১০ হজযাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত হওয়ার খবরটি গুজব বলছে মৌরতা‌নিয়ান এয়ারলাইন্স রাতের মধ্যে ১৯ অঞ্চলে ঝড়ের আভাস পুঁজিবাজারে সূচকের বড় পতনেও সিএসইর লেনদেন বেড়েছে অনলাইন জুয়া বন্ধে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য নির্দেশনা জারি এটিএম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহিফল অনুষ্ঠিত আপনাদের সঙ্গে দেখা হবে ধারণায় ছিল না: আজহারুল টোকিওতে প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাজশাহী রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান দুদকের মামলায় তারেক রহমান ও জুবাইদা রহমান খালাস
পাকিস্তানে ভালো খেললে জয়ের সম্ভাবনা দেখছেন ফাহিম

পাকিস্তানে ভালো খেললে জয়ের সম্ভাবনা দেখছেন ফাহিম

প্রবাহ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে হারের পর যেন কিছুটা নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামনে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের আরেকটি টি-টোয়েন্টি সিরিজ।

সেটি শুরু হবে আগামী পরশু। এরই মধ্যে আজ পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ দলের।
পাকিস্তান সফরকে সামনে রেখে সতর্ক ও বাস্তবধর্মী পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। মিরপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফাহিম বলেন, “আমিরাতে আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছি। সব সময় পূর্ণ শক্তির দল নিয়ে খেলিনি। তবে এটা কোনো অজুহাত নয়। পাকিস্তানে আমরা আরো সতর্ক হব, আরো দায়িত্বশীল ক্রিকেট খেলতে চাই।”

পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে আমিরাত সিরিজকে দেখা হলেও সেটির মানসিক প্রভাব মাঠের পারফরম্যান্সে পড়েছে বলেই মনে করছেন তিনি। “আমিরাতে আমাদের মানসিক দৃঢ়তা ততটা ছিল কি না, সেটা প্রশ্ন হতে পারে। হয়তো অনেকেই ভেবেছে, পাকিস্তানেই ভালো খেলব। কিন্তু সেটার প্রস্তুতি এখানে শতভাগ হয়নি,” বলেন নাজমুল।

বাংলাদেশ ক্রিকেটে চলমান দুর্দশাও অকপটে স্বীকার করে নিয়েছেন বিসিবির এই শীর্ষ কর্তা। তিনি বলেন, “আমরা অনেক দিন ধরেই ধারাবাহিক ভালো ক্রিকেট খেলতে পারছি না। ঘরোয়া ক্রিকেটেও কাঠামোগত অনেক ঘাটতি আছে। প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরিতে আমরা পিছিয়ে আছি, খেলোয়াড়দের চাপ সামলানোর মানসিকতা তৈরি হয়নি।”

তবে সব দুঃসময়ের মাঝেও পাকিস্তানে লড়াকু ক্রিকেটের আশা ছাড়ছেন না তিনি, “আশা করি, পাকিস্তানে আমরা ভালো কিছু দেখতে পাব। যদি আমরা ভালো খেলি, তাহলে পাকিস্তানকে হারানো অসম্ভব নয়।”

এদিকে ইনজুরির কারণে পাকিস্তান সফর থেকে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে খেলার সময় বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান এই পেসার। স্ক্যানে চিড় ধরা পড়ায় অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। তার পরিবর্তে পাকিস্তান সফরের দলে জায়গা পেয়েছেন ডানহাতি পেসার খালেদ আহমেদ।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.