বৃহস্পতিবার | ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
গরম পড়তেই চুলের দফারফা? শুধু শ্যাম্পু-কন্ডিশনার নয়, এই কটি কৌশলেই ঝলমলে চুলের রহস্য

গরম পড়তেই চুলের দফারফা? শুধু শ্যাম্পু-কন্ডিশনার নয়, এই কটি কৌশলেই ঝলমলে চুলের রহস্য

প্রবাহ ডেস্ক: আজকাল ত্বক থেকে চুল, সবেতেই দূষণ সহ অনিয়ন্ত্রিত জীবনযাপনে প্রভাব পড়ছে। তারই সঙ্গে স্ট্রেটনিং, স্মুদনিংয়ের মতো হরেক ট্রিটমেন্টের জেরেও চুলের প্রাকৃতিক জেল্লা নষ্ট হচ্ছে। তাই নিয়মিত চুলের যত্ন নেওয়া জরুরি। বিশেষ করে গরমকালে বাড়তি যত্নের প্রয়োজন রয়েছে। গরমের ঘাম, ধুলোবালি জমে স্ক্যাল্প দ্রুত নোংরা হয়ে যায়। আবার রোদের তাপে বাড়ে চুলের রুক্ষতা। তাহলে গরমকালে কীভাবে চুলের যত্ন নেবেন, জেনে নিন-

# গরমে খোলা চুলে না বেরোনোই ভাল। চুল বেঁধে বাইরে যান। দিনের বেলা স্কার্ফ বা টুপি দিয়ে মাথা ঢেকে রাখুন।

# চুল কালার করতে হলে গরমে অ্যামোনিয়া ফ্রি হেয়ার কালার বেছে নিন। এতে চুল কালারের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে রক্ষা পাবে।

# গরমে চুলে কম তেল মাখাই শ্রেয়। তেল মাখলে বেশি ঘাম হয়। স্ক্যাল্পে ঘাম জমে চুলের ক্ষতি হতে পারে।

# গরমে একদিন অন্তর শ্যাম্পু করুন। এতে ঘাম হওয়ার ফলে স্ক্যাল্পে নোংরা জমলে তা চুলের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে না।

# চুলের আর্দ্রতা ধরে রাখতে কন্ডিশনিং করতে ভুলবেন না। থেরাপিউটিক হেয়ার অয়েল দিয়ে ম্যাসাজও করতে পারেন।

# হাইড্রেটিং হেয়ার টোনার ব্যবহার করলে চুল রুক্ষ হয়ে যাবে না। অ্যালোভেরা জেলে জল মিশিয়ে ঘরোয়া হেয়ার মিস্ট বানিয়ে নিতে পারেন।

# ভিজে চুল ভাল করে শুকিয়ে তবেই বাঁধুন। যতটা সম্ভব হেয়ার ড্রায়ারের ব্যবহার এড়িয়ে চলুন।

# সপ্তাহে একদিন হেয়ার মাস্ক ব্যবহার করলে চুলের জেল্লা বজায় থাকবে। বাজার চলতি মাস্কের বদলে বাড়িতে টকদই, মধু, ডিম একসঙ্গে ফেটিয়ে চুলে লাগাতে পারেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.