শুক্রবার | ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৯ বর্ষপূর্তি ২ মিনিটের মধ্যে রুম থেকে বের হোন, ঢাবি কর্মকর্তাদের ছাত্রদল-বামপন্থিরা ট্রেন চালক রওশন এরশাদের বাড়ি ভাঙচুর, ‘দালাল মহল’ ঘোষণার দাবি রাজশাহী বিভাগের কারাগার গুলোতে ধারণক্ষমতার দ্বীগুন বন্দি,স্বাস্থ্য ঝুঁকিতে তারা রাবিতে শিক্ষকের অনৈতিক সম্পর্ক, শিক্ষার পরিবেশের জন্য হুমকিস্বরূপ জবি ‘শাটডাউন’ ঘোষণা, দাবি মেনে নিলে ২ মিনিটে ক্যাম্পাসে ফিরব এনসিপি নেতা, সাবেক দুই উপদেষ্টার এপিএস ও পিওকে দুদকে তলব আইপিএলে দল পেলেন মুস্তাফিজ, দেশ ছাড়ার আগে যা বললেন বন্দরের ব্যবস্থাপনা পৃথিবীর সেরাদের হাতে দিতে প্রধান উপদেষ্টার নির্দেশ
২ মিনিটের মধ্যে রুম থেকে বের হোন, ঢাবি কর্মকর্তাদের ছাত্রদল-বামপন্থিরা

২ মিনিটের মধ্যে রুম থেকে বের হোন, ঢাবি কর্মকর্তাদের ছাত্রদল-বামপন্থিরা

প্রবাহ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক ভবনে ‘জোরপূর্বক’ তালা দেয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও বাম ছাত্রসংগঠনগুলোর বিরুদ্ধে। এমনকি ২ মিনিটের মধ্যে প্রশাসন ভবন থেকে কর্মকর্তাদের বের হয়ে যাওয়ার আল্টিমেটাম দেন তারা।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে ঢাবি শাখা ছাত্রদল ও বাম ছাত্রসংগঠনগুলোর একদল নেতাকর্মী প্রশাসনিক ভবনে ঢুকে পড়েন। এরপর ভবনের সব রুমে রুমে গিয়ে সবাইকে বের হয়ে যেতে বলেন। এরপর ছাত্রদল ও বাম নেতাকর্মীদের উপস্থিতিতে বাধ্য হয়ে ভবনের কর্মকর্তা-কর্মচারীরা বেরিয়ে যান। এসময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ভবনে ছিলেন না।

দুপুর দেড়টার দিকে প্রশাসনিক ভবনে গিয়ে দেখা যায়, ভবনের সব রুমে তালা ঝুলছে। কয়েকজন কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা (ছাত্রদল ও বাম) এসেই বলছে কোনো কার্যক্রম চলবে না, সব বন্ধ থাকবে। সবাই বেরিয়ে যান। এসময় কয়েকজন কর্মকর্তার সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলেও জানান তারা।

সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ধর্ম সম্পাদক শরীফ উদ্দিন সরকার, আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক সাইফ উল্লাহ সাইফ, কবি জসীম উদ্দিন হল ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর বারী হামিম, সূর্য সেন হলের প্রচার সম্পাদক প্রান্ত মাহমুদ, বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সংগঠক সীমা আক্তার প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের ক্রীড়া সম্পাদক সাইফ উল্লাহ সাইফ বলেন, কারও সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা হয়নি। সবাইকে সুন্দরভাবে বের হয়ে যেতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকার পরেও তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। এমনকি কেউ কালোব্যাজও ধারণ করেনি।

ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয় তো প্রশাসনিক কার্যক্রম অফিসিয়ালি বন্ধ করার ঘোষণা দেয়নি এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সাইফ বলেন, ‘অফিসিয়াল কার্যক্রমও বন্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ জানান, অফিসিয়াল কার্যক্রম বন্ধ করা হয়নি। শুধু ক্লাস ও পরীক্ষা অর্ধদিবস বন্ধ থাকবে এরকম ঘোষণা দেয়া হয়েছিল গতকাল। আজকে আবার নতুন করে ঘোষণা দেয়া হয়েছে ক্লাস ও পরীক্ষা পূর্ণদিবস বন্ধ থাকবে।

রেজিস্ট্রার আরও বলেন, আজ দুপুরে একদল শিক্ষার্থী (ছাত্রদল ও বাম) রুমে রুমে গিয়ে বলেন, ‘২ মিনিটের মধ্যে রুম থেকে বের হোন। সবাই বাধ্য হয়ে বের হয়ে যান।

উল্লেখ্য, ঢাবি শিক্ষার্থী ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.