রবিবার | ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান আরএমপি’র অভিযানে ইয়াবা, অ্যালকোহল ও চোলাই মদসহ গ্রেপ্তার ৪ চলতে চলতে থেমে যাচ্ছে রেলের ইঞ্জিন, স্পেয়ার পার্টসের অভাবে বিঘ্ন রেল চলাচল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই : তারেক রহমান ইউক্রেন যুদ্ধ বন্ধের বদলে কী কী চান পুতিন হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য, বদরুদ্দীন উমর, মাহমুদুর ও নাহিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক তৈরীর সরঞ্জাম উদ্ধার
রওশন এরশাদের বাড়ি ভাঙচুর, ‘দালাল মহল’ ঘোষণার দাবি

রওশন এরশাদের বাড়ি ভাঙচুর, ‘দালাল মহল’ ঘোষণার দাবি

প্রবাহ ডেস্ক: জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেত্রী ও ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য রওশন এরশাদের ‘সুন্দর মহল’ নামের বাসভবন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় তারা রওশন এরশাদের ভবনটিকে ‘দালাল মহল’ ঘোষণার দাবি জানিয়ে স্লোগান দেন।

বৃহস্পতিবার (১৫ মে) বিল ৩টার দিকে ময়মনসিংহ নগরীর গঙ্গাদাস গুহ রোডস্থ সুন্দর মহলে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

সূত্র জানায়, বিগত ৫ আগস্টের পর দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে রওশন এরশাদের ‘সুন্দর মহল’ কুটুমবাড়ী নামক একটি রেস্টুরেন্টের কাছে ভাড়া দেয়া হয়। এরপর থেকেই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বাড়িটি নিজেদের আয়ত্বে নিয়ে রেস্টুরেন্ট নির্মাণে কাজ শুরু করে।

এদিকে ৫ আগস্টের পর থেকে রওশন এরশাদের ‘সুন্দর মহল’ নামক বাসভবনটিকে ‘দালাল মহল’ ঘোষণার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে আসছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা। কিন্তু রেস্টুরেন্ট কর্তৃপক্ষ মালিক পক্ষের অনুমতি নিয়ে রেস্টুরেন্ট নির্মাণে কাজ করে আসছিল।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার (১৫ মে) বিকাল ৩টার দিকে ছাত্র-জনতা একটি মিছিল নিয়ে সুন্দর মহলে গিয়ে রেস্টুরেন্ট নির্মাণ কাজে বাধা দেয়। এ সময় তারা নির্মাণাধীন রেস্টুরেন্টের দেয়াল এবং বাসভবনের ভেতরে ঢুকে বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করা হয়।

এতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফুয়াদ খান, ওয়ালিউল্লাহ ওলি, ছাত্রনেতা জি.কে ওমর, আব্দুল আলীমসহ সাংগঠনের নেতাকতর্মীরা।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে নগরীর জয়নুল আবেদীন পার্ক এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুড পার্কের কার্যক্রম বন্ধ, মাদকসেবীদের আড্ডাস্থল গুঁড়িয়ে দেয়াসহ কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবি জানিয়ে মানববন্ধন করা হয়।

সুন্দর মহলে নির্মাণাধীন রেস্টুরেন্ট ভাঙচুরের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করেও কুটুমবাড়ী রেস্টুরেন্টের পরিচালক বজলুর রহমান মিন্টুর বক্তব্য জানা যায়নি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ছাত্র-জনতা নির্মাণাধীন রেস্টুরেন্টে কিছু ভাঙচুর করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রবাহ ডেস্ক: জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেত্রী ও ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য রওশন এরশাদের ‘সুন্দর মহল’ নামের বাসভবন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় তারা রওশন এরশাদের ভবনটিকে ‘দালাল মহল’ ঘোষণার দাবি জানিয়ে স্লোগান দেন।

বৃহস্পতিবার (১৫ মে) বিল ৩টার দিকে ময়মনসিংহ নগরীর গঙ্গাদাস গুহ রোডস্থ সুন্দর মহলে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

সূত্র জানায়, বিগত ৫ আগস্টের পর দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে রওশন এরশাদের ‘সুন্দর মহল’ কুটুমবাড়ী নামক একটি রেস্টুরেন্টের কাছে ভাড়া দেয়া হয়। এরপর থেকেই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বাড়িটি নিজেদের আয়ত্বে নিয়ে রেস্টুরেন্ট নির্মাণে কাজ শুরু করে।

এদিকে ৫ আগস্টের পর থেকে রওশন এরশাদের ‘সুন্দর মহল’ নামক বাসভবনটিকে ‘দালাল মহল’ ঘোষণার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে আসছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা। কিন্তু রেস্টুরেন্ট কর্তৃপক্ষ মালিক পক্ষের অনুমতি নিয়ে রেস্টুরেন্ট নির্মাণে কাজ করে আসছিল।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার (১৫ মে) বিকাল ৩টার দিকে ছাত্র-জনতা একটি মিছিল নিয়ে সুন্দর মহলে গিয়ে রেস্টুরেন্ট নির্মাণ কাজে বাধা দেয়। এ সময় তারা নির্মাণাধীন রেস্টুরেন্টের দেয়াল এবং বাসভবনের ভেতরে ঢুকে বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করা হয়।

এতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফুয়াদ খান, ওয়ালিউল্লাহ ওলি, ছাত্রনেতা জি.কে ওমর, আব্দুল আলীমসহ সাংগঠনের নেতাকতর্মীরা।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে নগরীর জয়নুল আবেদীন পার্ক এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুড পার্কের কার্যক্রম বন্ধ, মাদকসেবীদের আড্ডাস্থল গুঁড়িয়ে দেয়াসহ কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবি জানিয়ে মানববন্ধন করা হয়।

সুন্দর মহলে নির্মাণাধীন রেস্টুরেন্ট ভাঙচুরের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করেও কুটুমবাড়ী রেস্টুরেন্টের পরিচালক বজলুর রহমান মিন্টুর বক্তব্য জানা যায়নি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ছাত্র-জনতা নির্মাণাধীন রেস্টুরেন্টে কিছু ভাঙচুর করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.