রবিবার | ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান আরএমপি’র অভিযানে ইয়াবা, অ্যালকোহল ও চোলাই মদসহ গ্রেপ্তার ৪ চলতে চলতে থেমে যাচ্ছে রেলের ইঞ্জিন, স্পেয়ার পার্টসের অভাবে বিঘ্ন রেল চলাচল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই : তারেক রহমান ইউক্রেন যুদ্ধ বন্ধের বদলে কী কী চান পুতিন হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য, বদরুদ্দীন উমর, মাহমুদুর ও নাহিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক তৈরীর সরঞ্জাম উদ্ধার
১২ দিনে ১৫০ মামলা সিরাজগঞ্জ মহাসড়কে, জরিমানা ৬ লাখ

১২ দিনে ১৫০ মামলা সিরাজগঞ্জ মহাসড়কে, জরিমানা ৬ লাখ

প্রবাহ ডেস্ক: সিরাজগঞ্জে আইনশৃঙ্খলাবাহিনীর টানা ১২ দিনের অভিযানে সিরাজগঞ্জ-বগুড়া ও সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কসহ বিভিন্ন পয়েন্টে প্রায় ১৫০টি মামলা হয়েছে। এসব মামলায় আদায় হয়েছে প্রায় ৬ লাখ টাকা জরিমানা, যার মধ্যে ৪২টি সিএনজিচালিত থ্রি-হুইলারকেও জরিমানা করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও অভিযান সূত্রে জানা গেছে, গত ১ মে থেকে ১২ মে পর্যন্ত সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে প্রতিদিন হাইওয়ে পুলিশের দুটি টিম নিয়মিত অভিযান পরিচালনা করে। এ ছাড়া সড়ক দুর্ঘটনার হটস্পটখ্যাত দুটি মহাসড়কে দিন ও রাতভর চেকপোস্ট বসিয়ে লাইসেন্সবিহীন ড্রাইভার, ওভার স্পিড, থ্রি-হুইলার চলাচল এবং অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ড্রাইভিং লাইসেন্স না থাকলে ৩ হাজার টাকা, ওভার স্পিডে গাড়ি চালালে ৫ হাজার টাকা এবং একই যানবাহন দ্বিতীয়বার ধরা পড়লে দ্বিগুণ জরিমানা করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন কারণ ও আইন ভেদে বিভিন্ন অ্যামাউন্টে জরিমানা করা হচ্ছে।

জরিমানা সত্ত্বেও থ্রি হুইলার চালকরা বলেন, মহাসড়কে না উঠলে আমাদের আয়-রোজগার হয় না। তাই বাধ্য হয়েই আমাদের মহাসড়কে উঠতে হয়। তবে আমরা মহাসড়কের পাশের লেন ব্যবহার করি।

এদিকে বাসচালকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সমস্ত থ্রি হুইলারের জন্য আমাদের বাসে যাত্রী আশানুরূপ পাওয়া যাচ্ছে না। আমাদের লস যাচ্ছে। মহাসড়কে তো থ্রি হুইলার চালানোর নিয়ম নাই। তবুও নিয়মিতভাবে দিন-রাত চলছে।

বাস ভাড়া এবং থ্রি হুইলারের ভাড়া একই হওয়ার উদাহরণ টেনে সিরাজগঞ্জ রোডে যাওয়া একজন শিক্ষক বলেন, ভদ্রঘাট বাজার থেকে বাস বা থ্রি হুইলারের ভাড়া ২০ টাকা। বাসে ভোগান্তি ও যাত্রী তুলতে তুলতে এদের অনেক সময় লাগে, তাই আমি থ্রি হুইলারে যাচ্ছি।

সার্বিক বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, মহাসড়কে দুর্ঘটনার প্রবণতা বেশি হওয়ায় নিয়মিত অভিযান চলছে। প্রতিদিনই বিভিন্নভাবে জরিমানা করা হচ্ছে। থ্রি-হুইলার, লাইসেন্সবিহীন চালক, ওভারস্পিডসহ বিভিন্ন কারণে মামলা করা হচ্ছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সিরাজগঞ্জ মহাসড়কের ১০৫ কিলোমিটার অংশে থ্রি হুইলারের কারণে দুর্ঘটনা বেড়ে চলেছে নিয়মিত। গত দুই মাসে এই মহাসড়কে প্রায় ২৫টি দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.