রবিবার | ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই: নাহিদ ইসলাম ‘আমরা প্রস্তুত’, পাকিস্তান সিরিজ নিয়ে বাংলাদেশ কোচ রাজশাহীর পদ্মা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু জাতীয় পার্টির নিবন্ধন বাতিল দাবি গণঅধিকার পরিষদের রাজশাহীতে আওয়ামী লীগের যোগসাজসে চলছে বিএনপি: সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানাই: সালাহউদ্দিন আহমেদ যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ শুভ বুদ্ধ পূর্ণিমা ৩০ কর্ম দিবসের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের পরিপত্র আসছে রাজশাহীর দূর্গাপুরের চাঞ্চল্যকর মকবুল হত্যায় কক্সবাজার থেকে ৫ আসামী গ্রেপ্তার
পবায় দুই ইউনিয়নে সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

পবায় দুই ইউনিয়নে সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার পবা উপজেলার পারিলা ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে পৃথকভাবে প্রধান অতিথি থেকে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএজি)- এর মহাপরিচালক মো. আব্দুল কাইয়ূম।
বিশেষ অতিথি ছিলেন সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের ১২ ও ১৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের পরিচালক ও এনআইএজি’র যুগ্ম-পরিচালক (উপসচিব) এমএম ইমরুল কায়েস, স্থানীয় সরকার ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা মতি আহমেদ।

এনআইএজি’র আয়োজনে সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের ১২তম ও ১৩তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কারিকুলামে আওতায় পারস্পরিক শিখন সফরে বাস্তবতার ভিত্তিতে পারস্পরিক বোঝাপড়া ও গুরুত্ব বিষয়ে বিশদ আলোচনা করা হয়। পারিলা ইউনিয়নে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান সাঈদ আলী। হড়গ্রাম ইউনিয়নের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ।

উল্লেখ্য, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজনে সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে দেশের ১৬টি জেলা হতে ৮০ জন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর অংশগ্রহণ করেছেন।

এই প্রশিক্ষণ কোর্সের কারিকুলামে পারস্পরিক শিখন সফরের মাধ্যমে সরেজমিনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম প্রত্যক্ষকরণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় অফিস ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন, কর নিরূপণ ও আদায়, ক্যাশ বই সংরক্ষণ, হিসাব সংরক্ষণ ও নিরীক্ষা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে পবা উপজেলার পারিলা ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদ পরিদর্শনসহ শিখন অনুষ্ঠিত হয়।

 


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.