শনিবার | ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি, খুনিদের বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন নয়: নাহিদ ইসলাম রাজশাহীতে যুবলীগ নেতার ভাগনের বিচার চেয়ে মামার সংবাদ সম্মেলন রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫, পাসের হার ৭৭.৬৩ শতাংশ চুন্নুর পর আনিসুল ও হাওলাদারকে জাপা থেকে অব্যাহতি ঋতুপর্ণাদের ৫০ লাখ টাকা পুরস্কার ক্রীড়া উপদেষ্টার রাজশাহী প্রেসক্লাব থেকে সন্ত্রাসী জুলুর অস্ত্র বাহক পুট্ট বাবু আটক আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রভিশন সংরক্ষণে নতুন নির্দেশনা সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের আদেশ ২০ জুলাই ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২ রাজশাহীতে থানা থেকে লুন্ঠিত পুলিশের পিস্তল উদ্ধার
রাজশাহীতে মির্জা নার্সিং কলেজের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

রাজশাহীতে মির্জা নার্সিং কলেজের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তেরখাদিয়ায় অবস্থিত মির্জা নার্সিং কলেজের নতুন শিক্ষার্থীদের বরণ ও পুরাতনদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জা নার্সিং কলেজের ব্যবস্থাপনা পরিচালক আবু মো: হাসিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এস এফ এম খাইরুল আতাতুর্ক, রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর জসিম উদ্দীন, রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ ডাক্তার ফয়েজুর রহমান, মির্জা নার্সিং কলেজের পরিচালক আতাউর রহমান, রাজশাহী নাসিং কলেজের প্রভাষক আকতারা বেগম ও মির্জা নার্সিং কলেজের উপদেষ্টা মুনজুর রহমার টুকু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মির্জা নার্সিং কলেজের অধ্যক্ষ নার্গিস বানু। উপস্থিত ছিলেন মির্জা নার্সিং কলেজের এডমিন অফিসার সাইফুল ইসলাম ও ইন্সপেক্টর সেলিম বাদশাসহ অত্র কলেজের কর্মকর্তা-কর্মচারী, সকল শিক্ষার্থী ও অভিভাবকগণ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়। সেইসাথে মেধাবীদের বৃত্তিস্বরুপ ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীদের বরণ ও বিএসসি ২০১৭-১৮ সেশনের এবং ডিপ্লোমা ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের বিদায় দেয়া হয়।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, তিনি এই প্রতিষ্ঠান গড়েছেন সেবা করার জন্য। বর্তমান যুগ ডিজিটাল ও তথ্য প্রযুক্তির যুগ। একটি দেশকে উন্নত দেশে পরিণত করতে হলে টেকনিক্যাল হ্যান্ডের খুব প্রয়োজন। তিনি এই প্রতিষ্ঠানের মাধ্যমে তা করে যাচ্ছেন। আগামীতে আরো নতুন নতুন সেকশন খুলবেন বলে বক্তৃতায় তিনি উল্লেখ করে সন্তানদের মির্জা নার্সিং কলেজে ভর্তি করার জন্য অভিভাবকদের অনুরোধ করেন তিনি। বক্তব্য শেষে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.