রবিবার | ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
রাজশাহীতে একদিনে ৪ জনের মৃতদেহ উদ্ধার রাজশাহীতে আইনশৃংখলা ব্যবস্থার জোরদার ও আসামীদের আটকের দাবীতে বিএনপি’র স্মারকলিপি প্রদান ঢাকা সেনানিবাসের আশপাশের কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ফের দুষ্কৃতিকারীদের হাতে নগদের নিয়ন্ত্রণ, বাংলাদেশ ব্যাংকের উদ্বেগ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন জরুরি রাজশাহীর শিবনদ থেকে যুবকের বস্তাবন্দী হাড়গোড় উদ্ধার রাজশাহীতে মিথ্যা হত্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন প্রত্নতাত্ত্বিক ইতিহাসবিদ, স্যার যদুনাথ সরকার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডে তিন আসামি খালাস, রায় ‘মেনে নিতে পারছেন না’ শিশুটির মা নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
আরএমপি’র মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আরএমপি’র মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২০২৩ জুন মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ জুলাই) সকাল ১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স কনফারেন্স রুমে আরএমপি’র কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।

এসময় উপস্থিত সদস্যগণদের মধ্য হতে অনেকে তাদের সমস্যা পুলিশ কমিশনারের নিকট তুলে ধরেন ও কল্যাণমূলক বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার প্রস্তাবনাগুলো শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। কল্যাণ সভায় পুলিশ কমিশনার পুলিশের করনীয় ও বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

কল্যাণ সভা শেষে সকাল সাড়ে ১১ টায় আরএমপি সদর দপ্তরে, আরএমপি’র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)-এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ১৮ জন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন।

অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতি-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

অপরাধ সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন-আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের প্রতিনিধিগণ।

 


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.