মঙ্গলবার | ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘আল্লাহর শত্রু’ আখ্যা দিয়ে ইরানে ফতোয়া নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদী চীন : ফখরুল শুল্ক স্টেশনগুলোর সব শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা পবায় ভারী বর্ষণে রাস্তা নির্মাণের মধ্যেই ধস: দুই গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা একদিনে রেকর্ড ৪২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রাবিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত দেশব্যাপী সেনা অভিযানে সাত দিনে গ্রেপ্তার ৩৮৫ শান্তরা যেখানে যুদ্ধ করেছেন, নিশাঙ্কারা সেখানেই ছেলেখেলা করছেন ৩ নির্বাচনের অভিযোগ তদন্ত এবং সুপারিশ প্রণয়ন কমিটি গঠন
১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলামের মৃত্যুতে খায়রুজ্জামান লিটনের শোক

১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলামের মৃত্যুতে খায়রুজ্জামান লিটনের শোক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ইভেন্ট ম্যাজেনমেন্ট ও ট্যুরিজম শাখার ম্যানেজার ফরহাদ হোসেন আদনানের পিতা এবং ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং আসন্ন ২১ জুন রাসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার এক শোক বিবৃবিতে এই শোক প্রকাশ করেন তিনি।

শোক বিবৃতিতে জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে বৃহস্পতিবার বাদ জোহর নগরীর কাদিরগঞ্জ দরিখরবনা নতুন জামে মসজিদে মরহুম সিরাজুল ইসলাম সিরাজ-এর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

জানাযা নামাজে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকাবাসী অংশ নেন।

উল্লেখ্য, রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ আমবাগান নিবাসী সিরাজুল ইসলাম সিরাজ বুধবার (৩১ মে) রাত ১০টায় হৃদরোগ জনিত কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বাদ জোহর জানাযা নামাজ শেষে তাকে হেতেমখাঁ কবরস্থানে দাফন করা হয়।

 


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.