বৃহস্পতিবার | ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আবাহনী-মোহামেডানের শ্বাসরুদ্ধকর ফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে

আবাহনী-মোহামেডানের শ্বাসরুদ্ধকর ফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে

প্রবাহ ডেস্ক: আবাহনী-মোহামেডানের মধ্যকার শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচটি শেষ পর্যন্ত গড়াল অতিরিক্ত সময়ে। নির্ধারিত সময়ের খেলা ৩-৩ ড্র হয়।  ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১৪ বছর পর তারা একে অপরের সঙ্গে ফাইনাল খেলছে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকেল সোয়া ৩টায় শুরু হওয়া ফাইনাল ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় আবাহনী।

ম্যাচের ১৫ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের গোলে এগিয়ে যায় আবাহনী। খেলার ৪৩তম মিনিটে কোস্টারিকার ড্যানিয়েল কলিন্দ্রেসের গোলে ব্যবধান দ্বিগুণ করে ধানমণ্ডির ক্লাবটি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট। চার মিনিটের ব্যবধানে অধিনায়ক সুলেমান দিয়াবাতের জোড়া গোলে সমতায় ফেরে মোহামেডান।

মোহামেডান সমতা আনার মিনিট পাঁচেক ৬৫ মিনিটে নাইজেরিয়ান এমেকার গোলে আবাহনী ফের (৩-২)  ব্যবধানে এগিয়ে যায়।

৮৩ মিনিটে ফেডারেশন কাপের ফাইনালে হ্যাটট্রিক পুর্ণ করেন মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাত। তার কল্যাণে মোহামেডান আবারও (৩-৩) সমতায় ফেরে।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.