বুধবার | ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান আরএমপি’র অভিযানে ইয়াবা, অ্যালকোহল ও চোলাই মদসহ গ্রেপ্তার ৪ চলতে চলতে থেমে যাচ্ছে রেলের ইঞ্জিন, স্পেয়ার পার্টসের অভাবে বিঘ্ন রেল চলাচল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই : তারেক রহমান ইউক্রেন যুদ্ধ বন্ধের বদলে কী কী চান পুতিন হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য, বদরুদ্দীন উমর, মাহমুদুর ও নাহিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক তৈরীর সরঞ্জাম উদ্ধার
রাবির প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাসিক মেয়রের উদ্যোগে প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাবির প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাসিক মেয়রের উদ্যোগে প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নগর ভবনের মাননীয় মেয়র দপ্তরকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান প্রমুখ।

সভায় শেষে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে রাজশাহীতে ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবক সহ প্রায় সাড়ে ৩ থেকে ৪ লাখ মানুষের আগমন ঘটবে। বিপুল সংখ্যক মানুষের আগমনে তাদের আবাসন, যাতায়াত, খাদ্য, যানবাহন ইত্যাদি নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ জায়গায় থেকে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে। অতীতেও আমরা সফলভাবে রাবির ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। এবারো সকলের সহযোগিতায় সেটি করতে পারবো। ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের আবাসন, যাতায়াত, খাদ্য ইত্যাদি বাবদ যেন কেউ অতিরিক্ত অর্থ আদায় না করেন, সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। রাজশাহীর সুনাম ধরে রাখতে হবে। ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য সুপেয় পানি সরবরাহ সহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে জানান সিটি মেয়র।

সভায় রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যথাযথ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভর্তি পরীক্ষায় যেকোন ধরনের জালিয়াতি রোধে আমরা সতর্ক আছি। সকলের সহযোগিতায় অতীতের ন্যায় এবারো সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পারব বলে আশা করি।

সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর সুলতান-উল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর হুমায়ুন কবির, রেজিস্ট্রার প্রফেসর আব্দুস সালাম , প্রক্টর প্রফেসর আসাবুল হক, ছাত্র-উপদেষ্টা প্রফেসর জাহাঙ্গীর আলম, জনসংযোগ প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে,রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটু, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী, রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি মোঃ এনায়েতুর রহমান, সাধারণ সম্পাদক এএসএম ওমর শরীফ রাজিব, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর, সাধারণ মোঃ রিমন, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ রাজশাহী মহানগরের সভাপতি মোঃ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্ত প্রমুখ আরো উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৯, ৩০ ও ৩১ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী ভর্তি পরীক্ষায় প্রায় ১ লাখ ৭৯ হাজার ভর্তিচ্ছু অংশগ্রহণ করবে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.