সোমবার | ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
আ.লীগ জাতীয় পার্টিকে সার্কাস পার্টিতে পরিণত করেছিল : জি এম কাদের রাত ১টার মধ্যে নয় অঞ্চলে ঝড়ের আভাস জুলাইয়েই ক্রেস্ট, সার্টিফিকেট আর নগদ পুরস্কার পাচ্ছেন সেরা শিক্ষার্থীরা দেশি কোচদের সঙ্গে বৈঠক করলেন বিসিবি সভাপতি শুল্কনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা উৎসাহব্যঞ্জক : বাণিজ্য উপদেষ্টা নিষেধাজ্ঞা পুনর্বহালের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০ জনগণের বিরুদ্ধে দাঁড়ায় যারা, তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয় : নাহিদ ইসলাম ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে : মির্জা ফখরুল আবু সাঈদ-মুগ্ধদের জাতীয় বীর ঘোষণা করতে হাইকোর্টের রুল
রাজশাহীতে হজযাত্রীদের ভ্যাকসিন দেওয়া নিয়ে তোপের মুখে রাজশাহী সিভিল সার্জন

রাজশাহীতে হজযাত্রীদের ভ্যাকসিন দেওয়া নিয়ে তোপের মুখে রাজশাহী সিভিল সার্জন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নিবন্ধিত হজযাত্রীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। তবে ভ্যাকসিনেশনে শৃঙ্খলা নিশ্চিত করতে ব্যর্থতার পরিচয় দেওয়ায় তোপের মুখে পড়েছেন রাজশাহীর সিভিল সার্জন।

এ নিয়ে বুধবার সকালে সিভিল সার্জন অফিসে ভ্যাকসিন নিতে আসা হজযাত্রীদের সঙ্গে এ দপ্তরের কর্তাদের বাগবিতণ্ডা হয়েছে। শেষে হাজীদের তোপের মুখে পড়ে ক্ষমা চান অফিসের একজন কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পবিত্র হজ পালনে নিবন্ধিত ব্যক্তিদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর সরকারি নির্দেশনা মোতাবেক ভ্যাকসিন নিতে হয়। সরকারিভাবে হজযাত্রীদের ভ্যাকসিন দেওয়ার পর বেসরকারি এজেন্সিতে নিবন্ধিতরা ভ্যাকসিন পেয়ে থাকেন। এরই মধ্যে সরকারিভাবে হজে গমনকারীদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল বেসরকারি এজেন্সিতে নিবন্ধিতদের।

ঘোষণা অনুযায়ী, নগরী ও জেলার বিভিন্ন উপজেলা থেকে ভ্যাকসিন নিতে এসে লাইনে দাঁড়ান কয়েকশ নিবন্ধিত হজযাত্রী। তাদের অধিকাংশই ছিলেন বয়স্ক। প্রায় তিন ঘণ্টা লাইনে দাঁড় করিয়ে রাখার পর তাদের জানানো হয়, ৫০ জনের কাগজ নেওয়া হয়েছে। আর কাউকে ভ্যাকসিন দেওয়া হবে না। ভ্যাকসিন নেই। এ সময় ক্ষুব্ধ হয়ে নিবন্ধিত হজযাত্রীরা দোতলায় গেলে এক কর্মকর্তা তোপের মুখে পড়ে ক্ষমা চান।

এদিন রাজশাহীর নিশাত ট্রাভেলস এজেন্সি থেকে ১৭৩ জনকে ভ্যাকসিন দিতে নিয়ে এসেছিলেন আতাউর রহমান। তিনি বলেন, হজযাত্রীরা কষ্ট করে দূর থেকে এসে লাইন ধরেছেন। আগেই জানিয়ে দিলে হজযাত্রীরা আসতেন না; কিন্তু আসার পর দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর জানানো হচ্ছে ভ্যাকসিন শেষ। এসব মেনে নেওয়া যায় না।

এ বিষয়ে রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক জানান, আমাদের ভ্যাকসিন সংকট আছে। এর আগে ৩০০ জনকে ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও ৬০০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। এ কারণে সবমিলিয়ে প্রায় ৪০০ ভ্যাকসিন সংকট হয়েছে। ঢাকায় ৫০০ ভ্যাকসিনের চাহিদার বিষয়টি জানানো হয়েছে। সোমবার থেকে হজযাত্রীরা ভ্যাকসিন পাবেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.