শনিবার | ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা-গুলি ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি! রাজসাক্ষী হিসেবে সহায়তার শর্তে চৌধুরী মামুনকে ক্ষমা করেছে ট্রাইব্যুনাল রাজশাহীতে মামার বিরুদ্ধে হ’ত্যার ষড়যন্ত্রের অভিযোগ ভাগনের বিএনপি জনগণের শক্তি, ভোট ও গণতন্ত্রকে বিশ্বাস করে: আব্দুল মঈন শুধু মত প্রকাশের জন্য কোনো সাংবাদিক হয়রানির শিকার হচ্ছে না: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি, খুনিদের বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন নয়: নাহিদ ইসলাম রাজশাহীতে যুবলীগ নেতার ভাগনের বিচার চেয়ে মামার সংবাদ সম্মেলন রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫, পাসের হার ৭৭.৬৩ শতাংশ চুন্নুর পর আনিসুল ও হাওলাদারকে জাপা থেকে অব্যাহতি
৩ মাসের মধ্যে ওজন না কমালে চাকরি থাকবে না পুলিশের!

৩ মাসের মধ্যে ওজন না কমালে চাকরি থাকবে না পুলিশের!

প্রবাহ ডেস্ক: আগামী তিন মাসের মধ্যে ভারতের আসাম রাজ্যের পুলিশ সদস্যদের ওজন কমানোর নির্দেশ দেওয়া হয়েছে, তা না হলে স্বেচ্ছায় অবসরে যেতে হবে।

আসাম পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) জিপি সিং এক টুইটে এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি ও হিন্দুস্তান টাইমসের।

জিপি সিং টুইটে বলেন, পুলিশ বাহিনীর যেসব সদস্যের শরীরে মেদ রয়েছে, তাদের ওজন কমানোর জন্য ১৫ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হবে। এর পরের ১৫ দিনের মধ্যে তাদের বিএমআই পর্যালোচনা করা হবে।

তিন মাস সময় পাওয়ার পরও স্থূলকায় (বিএমআই ৩০+) ক্যাটাগরিতে থাকা পুলিশ সদস্যদের আরও তিন মাস দেওয়া হবে। নভেম্বরের শেষ পর্যন্ত সময়ে যদি তারা ওজন কমাতে না পারেন, তা হলে স্বেচ্ছায় অবসরে চলে যাওয়ার বিষয়টি সামনে আসবে। তবে যদি কোনো শারীরিক জটিলতার কারণে ওজন বেড়ে থাকে, তা হলে স্বেচ্ছায় অবসরের জন্য চাপ দেওয়া হবে না বলেও জানান তিনি।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশনা অনুযায়ী, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। বাহিনীর মধ্যে তিনিই প্রথম বিএমআই রেকর্ড করাবেন বলে জানিয়েছেন জিপি সিং।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.