শনিবার | ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি, খুনিদের বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন নয়: নাহিদ ইসলাম রাজশাহীতে যুবলীগ নেতার ভাগনের বিচার চেয়ে মামার সংবাদ সম্মেলন রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫, পাসের হার ৭৭.৬৩ শতাংশ চুন্নুর পর আনিসুল ও হাওলাদারকে জাপা থেকে অব্যাহতি ঋতুপর্ণাদের ৫০ লাখ টাকা পুরস্কার ক্রীড়া উপদেষ্টার রাজশাহী প্রেসক্লাব থেকে সন্ত্রাসী জুলুর অস্ত্র বাহক পুট্ট বাবু আটক আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রভিশন সংরক্ষণে নতুন নির্দেশনা সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের আদেশ ২০ জুলাই ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২ রাজশাহীতে থানা থেকে লুন্ঠিত পুলিশের পিস্তল উদ্ধার
স্মার্টফোন পরিষ্কার করার উপায়

স্মার্টফোন পরিষ্কার করার উপায়

প্রবাহ ডেস্ক: সারাদিনের সঙ্গী এখন স্মার্টফোন। সারাক্ষণ ব্যবহারের ফলে এতে ধুলো-বালি জমে। বাসা বাঁধে জীবাণু। তাই সাধের ফোনটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত। জানুন কীভাবে স্মার্টফোন পরিষ্কার রাখবেন।

নিজের মুঠোফোন যাতে দীর্ঘদিন কার্যকরী থাকে। অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যায়। তার জন্য বেশ কিছু দিকে খেয়াল রাখতে হয়।

বলা হয়ে থাকে প্রতিনিয়ত মোবাইল সেট এবং প্রতিদিন ব্যবহার করা হয় এমন বৈদ্যুতিক গ্যাজেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তাহলে নিজেদের স্বাস্থ্যও ভালো থাকে।

তবে পরিষ্কার করতে হলে একেবারেই পানি ছোঁয়াবেন না। অ্যালকোহল-বেসড তরলই প্রয়োজন মোবাইল সেট পরিষ্কারের জন্য়

অ্যালকোহল-বেসড ওয়াইপ বা স্প্রে ব্যবহার করুন। ৭০ শতাংশ অ্যালকোহল দ্রবণ ব্যবহার করা আদর্শ।

ফোনের কভার, কেস, ফোনের টাচস্ক্রিন -এগুলোর দিকে বেশি করে নজর দিন। পারলে প্রতিদিন বাড়ি ফিরে এগুলো পরিষ্কার করে ফেলুন। তাতে ফোনের আয়ু বাড়বে।

ফোনে সেটে সরাসরি স্যানিটাইজার স্প্রে করবেন না। বা স্যানিটাইজার তরল ফোনের উপর ঢালবেন না। বিশেষ করে, চার্জিং পয়েন্ট, হেডফোন জ্যাকের পয়েন্টে যেন তরল না ঢোকে।

নরম সুতির কাপড়ে স্যানিটাইজার ঢেলে তা দিয়ে পরিষ্কার করুন। প্রয়োজনে কোনও রবার ক্লথেও স্যানিটাইজার ঢেলে তা দিয়ে ফোন পরিষ্কার করতে পারেন।

ব্লিচ বা কাপড় কাচার সাবান কোনওভাবেই ব্যবহার করা চলবে না। তাতে ফোনের ক্ষতি হবে। বিশেষ করে ফোনের সার্কিট এবং স্ক্রিনের ক্ষতি হয়।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.