শনিবার | ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইতালির মিলান শহরে ভয়াবহ বিস্ফোরণ

ইতালির মিলান শহরে ভয়াবহ বিস্ফোরণ

প্রবাহ ডেস্ক: ইতালির উত্তরাঞ্চলীয় প্রদেশ লম্বার্ডির প্রধান শহর মিলানের পোর্তা রোমানা এলাকার একটি সড়কে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সড়ক সংলগ্ন একাধিক ভবন ও অপেক্ষমাণ বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইতালির সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল স্কাই টিজি ২৪।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ঘটে এই বিস্ফোরণ। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এক প্রতিবেদনে স্কাই টিজি ২৪ জানিয়েছে, সড়কে অপেক্ষমাণ একটি অক্সিজেনবাহী ট্যাংকার ট্রাকে আচমকা বিস্ফোরণের পর ট্রাকটির সামনে-পেছনে থাকা বেশ কয়েকটি গাড়িও বিস্ফোরিত হয়।

ভয়াবহ সেই বিস্ফোরণে সড়কটির আশপাশে থাকা কয়েকটি ভবনে আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ঘটনাস্থলের একটি সংক্ষিপ্ত ভিডিও ফুটেজ টুইট করা হয়েছে। সেখানে দেখা গেছে, সড়কে থাকা কয়েকটি গাড়ি ও সড়ক সংলগ্ন একাধিক ভবনের জানালা থকে বিশাল কালো ধোঁয়ার কুন্ডলি ওপরের দিকে ওঠছে।

ইতালির দৈনিক করিয়েরে দেল্লা সেরা জানিয়েছে, সড়কটির পাশেই একটি প্রাথমিক বিদ্যালয় ও কয়েকটি আবাসিক ভবন এই বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে একজন আহত হওয়া ছাড়া হতাহতের আর কোনো তথ্য পাওয়া যায়নি।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.