বৃহস্পতিবার | ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ভাড়া নেয়ার কথা বলে বাসায় ঢুকে তিন জনকে অজ্ঞান করে স্বর্ণ-টাকা লুট ২১০ হজযাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত হওয়ার খবরটি গুজব বলছে মৌরতা‌নিয়ান এয়ারলাইন্স রাতের মধ্যে ১৯ অঞ্চলে ঝড়ের আভাস পুঁজিবাজারে সূচকের বড় পতনেও সিএসইর লেনদেন বেড়েছে অনলাইন জুয়া বন্ধে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য নির্দেশনা জারি এটিএম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহিফল অনুষ্ঠিত আপনাদের সঙ্গে দেখা হবে ধারণায় ছিল না: আজহারুল টোকিওতে প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাজশাহী রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান দুদকের মামলায় তারেক রহমান ও জুবাইদা রহমান খালাস
ভূল তথ্যে সরকারি চালের পরিবর্তে পাওয়া গেল ভুট্টার বস্তা

ভূল তথ্যে সরকারি চালের পরিবর্তে পাওয়া গেল ভুট্টার বস্তা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় সরকারি ভি.জি.এফ’র চাল মজুদের খবরে শনিবার (২৯এপ্রিল) দুপুরে বাঘা পৌর সভার নারায়নপুর বাজারস্থ গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে চালের পরিবর্তে ভুট্টার বস্তা পাওয়া গেছে। গোডাউনটি পৌর মেয়র আক্কাছ আলীর বলে জানা গেছে। সেটি দেখভাল করে পৌর মেয়রের সহোদর ভাই সাবদার আলী।
জানা যায়, শনিবার উপজেলা নির্বাহী অফিসার গোপন তথ্যর ভিত্তিতে জানতে পারেন ঈদের আগে দেওয়া ভি.জি.এফ এর কিছু চাল দুঃস্থদের না দিয়ে পৌর মেয়র আক্কাস আলীর নারায়নপুর বাজারস্থ গোডাউনে মজুদ রাখা হয়েছে। এমন খবরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সেখানে অভিযান চালান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা, পৌর সভার ট্যাগ অফিসার মনসুর আলী।

এ বিষয়ে মনসুর আলী বলেন, পৌর মেয়র আক্কাস আলীর নারায়নপুর বাজারস্থ গোডাউনে সরকারি কোন চা’ল পাওয়া যায়নি। সেখানে ভুট্টার বস্তা পাওয়া গেছে। ভুট্টার বস্তা দেখে সরকারি চাল মজুতের ভ’ল তথ্য দিয়েছে। তিনি জানান, ঈদের আগে বাঘা পৌর সভা থেকে ৪ হাজার ৭ শ’ পরিবারের মাঝে ১০ কেজি করে ভি.জি.এফ এর যে চাল বিতরণ করা হয়েছে, আমি সেটি দেখভালের দায়িত্বে ছিলাম। কোন অনিয়ম কিংবা অবশিষ্ট কোন চাল ছিলনা।

পৌর মেয়র আক্কাছ আলী বলেন, আমি বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। পাশাপশি ব্যবসা রয়েছে। যা দেখা শোনা করেন আমার সহোদর ভাই সাবদার মন্ডল। চরাঞ্চলের ভুট্টা কিনে গোডউনে রাখা হয়েছে।

পৌর মেয়র বলেন,রাজনৈতিক লবিং-গ্রুপিং এর কারনে প্রতিহিংসামূলক অসত্য তথ্য দিয়ে আমার জনপ্রিয়তাকে ক্ষুন্ন করার চেষ্টা চালানো হয়েছে। তবে কাদা ছুড়া-ছুড়ির সীমা লংঘন করা উচিৎ নয় বলেও মনে করেন মেয়র আক্কাছ আলী। ঈদের আগে সরকারি বরাদ্দের বাইরেও বাজার থেকে চাল কিনে দিয়েছেন বলে দাবি তার।

উপজেলা নির্বাহী অফিসাল শারমিন আখতার বলেন,আমার প্রতিনিধি হিসেবে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলীকে পাঠিয়েছিলাম। সেখানে চালের কোন বস্তা পাওয়া যায়নি।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.