বৃহস্পতিবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
বাঘায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

বাঘায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় এক মৎস্যচাষীর পুকুরে বিষ দিয়ে প্রায় ৮ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলার আড়ানি নূরনগর গ্রামের মৎস্যচাষী বজলুর রহমান বৃহসপতিবার (২৭ এপ্রিল) অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার সকালে পুকুরের মাছগুলো মরে ভেসে উঠতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে পুকুরে গিয়ে মরা মাছ ভেসে উঠতে দেখেন। এসময় পুকুরে তরল জাতীয় বিষের গন্ধ পান। পরে থানায় লিখিত অভিযোগ করেন।

বজলুর রহমানের দাবি, প্রতিবেশীদের সাথে পূর্ব শত্রুতার জের ধরে বুধবার রাতের যে কোন সময়ে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের মাছ নিধন করা হয়েছে।

গত ৩ মাস আগে উপজেলার আড়ানি ইউনিয়নের ঝিনা ভাটার দক্ষিণ পাশের পুকুরে সাড়ে ৪লক্ষ টাকার বিভিন্ন জাতের ৪২ মণ মাছের পোনা ছাড়েন।

এর মধ্যে ছিল-রুই,কাতলা,মৃগেল,সিলভার কার্প,ব্লাড কার্প,ব্রি গেড। প্রতিটি পোনা মাছের গড় ওজন ছিল ৮০০শ গ্রাম। সব মিলিয়ে তার পুকুরে ৬০ থেকে ৭০ মণ মাছ ছিল। বিষ প্রয়োগে মাছ নিধনের ফলে তার প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

বজলুর রহমান জানান, পুকুরে ভেসে উঠা মাছ-যে যার মতো পেরেছে ধরে নিয়েছে। তবে কিছু মাছ ধরে ৭৭ হাজার ৭৯০ টাকার মতো স্থানীয় আড়তে বিক্রি করছেন।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত)আাব্দুল করিম বলেন, ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী বজলুর রহমান অজ্ঞাতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.