নিজস্ব প্রতিবেদক: পবিত্র শব-ই-কদর, ঈদ-উল-ফিতর ও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অফিসসমূহ ১৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত বন্ধ থাকবে। প্রসঙ্গত ক্লাসসমূহ ১৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত বন্ধ আছে।
উল্লেখ্য যে, ঈদ-উল-ফিতরের ছুটির পর ৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস ও ক্লাসসমূহ যথারীতি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে। বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।