রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের মানুষদের ঈদ উপহার দিলেন আজিজুল আলম বেন্টু

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের মানুষদের ঈদ উপহার দিলেন আজিজুল আলম বেন্টু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত রাজশাহী মহানগর আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আজিজুল আলম বেন্টু।

সোমবার বিকেলে নগরীর হড়গ্রাম কোর্ট স্টেশন মোড়ে আমরা নতুন প্রজন্মের কার্যালয়ে এই ঈদ উপহার বিতরণের আয়োজন করা হয়। সেখানে নগরের ১০০ জন তৃতীয় লিঙ্গের মানুষকে ‍ঈদ উপহার দেয়া হয়। যাদের প্রত্যেককে ঈদ সামগ্রী ক্রয়ের জন্য দুই হাজার টাকা করে দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সামাজিক সংগঠন আমরা নতুন প্রজন্মের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কনক, সিনিয়র সদস্য হাসিবুর রহমান শাওন, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, সাধারণ সম্পাদক সাগরিকা, কোষাধ্যক্ষ জুলি প্রমূখ।

উপহারের এই টাকা পেয়ে খুশি সমাজের অবহেলিত এই মানুষগুলো। এ সময় তারা আজিজুল আলম বেন্টুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে আজিজুল আলম বেন্টু বলেন, তৃতীয় লিঙ্গের মানুষেরা সমাজে অবহেলিত। তাই তাদের অনেকে রাস্তায় চাঁদা তুলে জীবীকা নির্বাহ করে। যেহেতু ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সেহেতু ঈদের আনন্দ ভাগ করে নিতে সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এসময় সমাজের অন্যান্য বিত্তবানদের প্রতিও এসকল মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান আজিজুল আলম বেন্টু।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.