রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মরহুম এএইচএম ওয়াহিদুজ্জামানের কবর জিয়ারত করলেন রাসিক মেয়র

মরহুম এএইচএম ওয়াহিদুজ্জামানের কবর জিয়ারত করলেন রাসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ নিবাসী মরহুম এ.এইচ.এম ওয়াহিদুজ্জামান ঠান্ডুর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

শুক্রবার বাদ জুম্মা হেঁতেমখা গোরস্থানে মরহুমের কবর জিয়ারত ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা বারকুল্লাহ বিন দুরুল হুদা।

এ সময় রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মসজিদের মুসল্লীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার (১০ এপ্রিল) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন এ.এইচ.এম ওয়াহিদুজ্জামান ঠান্ডুর। মৃত্যুতে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি ছিলেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন চাচাতো ভাই।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.