শনিবার | ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মহাদেবপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে জরিমানা

মহাদেবপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে জরিমানা

প্রবাহ ডেস্ক: নওগাঁর মহাদেবপুরে মানবদেহের জন্য ক্ষতিকর রঙ মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে চারটি প্রতিষ্ঠানের ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা সদরের বুলবুল সিনেমাহল সংলগ্ন ভাই ভাই বিস্কুট ফ্যাক্টরীর ১৫ হাজার, নিউ ভাই ভাই বিস্কুট ফ্যাক্টরীর ১৫ হাজার টাকা, দক্ষিণ দুলাল পাড়ায় শহিদুল বেকারীর ২৫ হাজার টাকা এবং চৌমাশিয়া মোড়ের ইনছের মোল্লার ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকাসহ মোট ৯৫ হাজার টাকা জরিমানা করে।

গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট আবু হাসান এসব ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট আবু হাসান বলেন, র‌্যাব-৫ এর সহযোগিতায় এসব সেমাই ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষতিকর রঙ ও পোড়া ভেজাল তেল ব্যবহারের সত্যতা পাওয়ায় চারটি প্রতিষ্ঠানে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.