শুক্রবার | ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
মহাদেবপুরে ১৪ লক্ষ টাকা ছিনতাই মামলার আরো ২ আসামী গ্রেপ্তার

মহাদেবপুরে ১৪ লক্ষ টাকা ছিনতাই মামলার আরো ২ আসামী গ্রেপ্তার

প্রবাহ ডেস্ক: নওগাঁর মহাদেবপুরে দিনে দুপুরে প্রকাশ্যে ১৪ লক্ষ টাকা ছিনতাই মামলার আরো ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের জয়নাল আবেদীনের পুত্র রবিউল ইসলাম রেজা ও জয়পুরহাট সদরের শান্তিনগর গ্রামের আশরাফ আলীর পুত্র আবু রায়হান রাসেল।

গত বুধবার রাতে মহাদেবপুর পুলিশের একটি টিম জয়পুরহাট পুলিশের সহযোগিতায় জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এর আগে গত ১৯ মার্চ এ মামলার আরো ২ আসামীকে পুলিশ গ্রেফতার করে জেল হাতে পাঠায়। তারা হলো জয়পুরহাটের কাশিয়াবাড়ি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম ও তেঘরবিশা গ্রামের মৃত মাহতাব উদ্দিন মন্ডলের ছেলে লিমন হোসেন মিন্টু।

জানা গেছে, গত ১৬ মার্চ বিকেলে মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের বেলট গ্রামের মৃত মনছুর আলী সরদারের ছেলে ধান ব্যবসায়ী মো. আব্দুল জব্বার ১৪ লক্ষ ১০ হাজার টাকা নিয়ে নজিপুর থেকে বাড়ি ফেরার সময় পথিমধ্যে মাতাজী-মহাদেবপুর সড়কের বেলট মোড়ে পৌঁছালে ২টি মোটর সাইকেলে থাকা অজ্ঞাতনামা ৪ জন ব্যক্তি তার চোখে মুখে মরিচের গুড়া ছিটিয়ে এবং তাকে মারপিট ১৪ লক্ষ ১০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

এ ঘটনায় ধান ব্যবসায়ী মো. আব্দুল জব্বার বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাফর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.