প্রবাহ ডেস্ক: সিয়াম সাধনা’র মাস পবিত্র রমজান মাস। প্রথম রোজা থেকেই সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরন শুরু করেছে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদ।
যা পুরো রমজান মাস জুড়ে চলবে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল। দৈনিক দুইশ থেকে আড়াই শো অসহায় মানুষের মাঝে ইফতার প্যাকেট বিতরনের কার্যক্রম ইতি মধ্যে শুরু হয়েছে। রমযান মাসজুড়ে ইফতার বিতরনের এমন ব্যতিক্রম উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলার সচেতন নাগরিকগন । এই উপলক্ষ্যে শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে ইফতার বিতরন করা হয়েছে।
মহাদেবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল জানান, ইউনিয়নে এমনও পরিবার আছেন যারা পবিত্র রমজান মাসে প্রয়োজনীয় ইফতার সামগ্রী সংগ্রহ করতে তাদের হিমশিম খেতে হয়। আবার অনেক পরিবারের শিশু ও বয়স্করা রয়েছেন যাদের ইফতার কিনে ইফতার করার মত সামর্থ্য থাকে না ।
এমন অসহায় ও দুঃস্থ পরিবারদের সহযোগীতায় ইউনিয়ন পরিষদ এবং চেয়ারম্যান এর পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহন করা হয়েছে। শুরুতে দুই-আড়াই শো মানুষের মাঝে এই ইফতার প্যাকেট বিতরন কার্যক্রম চালু থাকলেও যদি এর অধিক বিতরন করতে হয় সেই প্রস্তুতিও তারা নিয়ে রেখেছেন। মুলত ইউনিয়নের কেউ এই পবিত্র মাসে ইফতার এবং সেহেরীতে যে কোন কষ্ট না পায় তার সহযোগিতায় সবরকমের ব্যবস্থা ইউপি চেয়ারম্যান করে রেখেছেন বলে জানান তিনি ।
এদিকে উপকারভুগীরা জানিয়েছেন, চেয়ারম্যান এর এমন সহযোগীতায় তাদের কষ্ট কিছুটা লাঘব হবে। কেননা বর্তমানে সকল নিত্যপন্যের বাজার উর্ধ্বমুখী। এমন সময় ইফতার আয়োজন করা তাদের পক্ষে কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাদের প্রতিদিন বিকেল সাড়ে ৫ টা থেকে ৬ টার মধ্যে ইফতারের প্যাকেট হাতে দিয়ে থাকেন। ইউপি চেয়ারম্যান এর এমন ব্যতিক্রমী উদ্যোগকে তারা ধন্যবাদ জানিয়েছেন।
বিতরণের সময় প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য শিহাব রায়হান, মাসুদ রানা, বদিউল আলম, আব্দুল মান্নান, ইউনুস আলী, বাদশা আলী, আজিজার রহমান, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।