রবিবার | ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা-গুলি ডাকসুর প্যানেল নিয়ে ছাত্র সংগঠনগুলোর লুকোচুরি! রাজসাক্ষী হিসেবে সহায়তার শর্তে চৌধুরী মামুনকে ক্ষমা করেছে ট্রাইব্যুনাল রাজশাহীতে মামার বিরুদ্ধে হ’ত্যার ষড়যন্ত্রের অভিযোগ ভাগনের বিএনপি জনগণের শক্তি, ভোট ও গণতন্ত্রকে বিশ্বাস করে: আব্দুল মঈন শুধু মত প্রকাশের জন্য কোনো সাংবাদিক হয়রানির শিকার হচ্ছে না: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি, খুনিদের বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন নয়: নাহিদ ইসলাম রাজশাহীতে যুবলীগ নেতার ভাগনের বিচার চেয়ে মামার সংবাদ সম্মেলন রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫, পাসের হার ৭৭.৬৩ শতাংশ চুন্নুর পর আনিসুল ও হাওলাদারকে জাপা থেকে অব্যাহতি
অর্থ না দিলে ‘পুরোনো ভেরিফায়েড আইডির’ ব্লু টিক মুছে দেবে টুইটার

অর্থ না দিলে ‘পুরোনো ভেরিফায়েড আইডির’ ব্লু টিক মুছে দেবে টুইটার

প্রবাহ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক গত বছর টুইটারের মালিকানা কেনার পর ঘোষণা দেন, যারা নামের পাশে ব্লু টিক চিহ্ন যোগ করতে চান তারা অর্থ দিলেই এটি পাবেন।

আগে অভিনেতা, খেলোয়াড়, রাজনীতিবিদ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্টকে ভেরিফায়েড হিসেবে চিহ্নিত করতে তাদের নামের পাশে ব্লু টিক দেওয়া হতো।

তবে টুইটার সিদ্ধান্ত নিয়েছে, পূর্বে সাধারণ সময়ে অর্থ ছাড়া যেসব অ্যাকাউন্ট ভেরিফায়েড করা হয়েছে, এখন তাদেরও অর্থ দিতে হবে। আর নয়ত নামের পাশ থেকে ব্লু টিক মুছে ফেলা হবে। এপ্রিলের ১ তারিখ থেকেই এ নতুন নিয়ম কার্যকর হবে।

মূলত ব্লু টিক সেবা দেওয়ার সাবক্রিপশনের পরিমাণ বাড়ানোর আশায় নতুন এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইটটি। সংস্থাটি জানিয়েছে, যারা ব্লু টিক চিহ্ন রাখতে চান তাদের সাবসক্রিপশন করতে হবে।

এ ব্যাপারে শুক্রবার (২৪ মার্চ) টুইটার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে টুইট করে বলা হয়েছে, ‘১ এপ্রিল থেকে, আমরা আমাদের পুরোনো ভেরিফায়েড কার্যক্রম গুটিয়ে ফেলা এবং ভেরিফায়েড চিহ্ন সরিয়ে ফেলার কাজ শুরু করব। আপনার ব্লু টিক চিহ্ন রাখতে টুইটার ব্লুতে সাইনআ্প করুন।’

এদিকে টুইটারে ব্লু টিক চিহ্ন পেতে যারা অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস থেকে তাদের প্রতি মাসে ১১ ডলার খরচ করতে হবে। আর ওয়েবসাইট থেকে সাবক্রিপশন করলে দিতে হবে ৮ ডলার।

এছাড়া টুইটারের বার্ষিক প্যাকেজও রয়েছে। যদি কেউ এক বছরের জন্য ব্লু টিক চিহ্ন নিতে চান তাহলে তারা ১২ শতাংশ ছাড় পাবেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.