শনিবার | ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ফজলুর রহমানকে গ্রেপ্তার দাবিতে বাসার সামনে অবস্থান রোহিঙ্গা সংকট, বিশ্ব সম্প্রদায়ের উচিত প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা: জাতিসংঘ ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিলো বিএনপি হত্যা মামলায় রিমান্ডে আফ্রিদি, খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে জামিন চাইলেন আইনজীবী ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান আরএমপি’র অভিযানে ইয়াবা, অ্যালকোহল ও চোলাই মদসহ গ্রেপ্তার ৪ চলতে চলতে থেমে যাচ্ছে রেলের ইঞ্জিন, স্পেয়ার পার্টসের অভাবে বিঘ্ন রেল চলাচল
রাজশাহী মহানগরীতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী-সহ ৪ চোর গ্রেফতার; চোরাই অটো কাভার্ড ভ্যান উদ্ধার

রাজশাহী মহানগরীতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী-সহ ৪ চোর গ্রেফতার; চোরাই অটো কাভার্ড ভ্যান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর শাহ্‌মখদুম থানার বড়বনগ্রাম এলাকা হতে একটি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যাটারী চালিত অটো কাভার্ড ভ্যান-সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চুরির ঘটনায় চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে আরএমপি’র শাহ্‌মখদুম থানা পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে চুরি যাওয়া ১০ হাজার টাকা মূল্যের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী-সহ অটো ভ্যানটি উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো মো: আল আমিন ভান্ডারী (২৪), মো: মিনহাজ আলী জয় (২৬), মো: সারোয়ার হোসেন পার্থ (২২) ও মো: ইমামুল (৩২)। আল আমিন ভান্ডারী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সপুরা ম্যাচ ফ্যাক্টরী এলাকার আব্দুল মোতালেবে ছেলে, মিনহাজ একই থানার সপুরা শালবাগানের মো: সেন্টু বাবুর্চির ছেলে, সারোয়ার একই এলাকার মৃত ইকবালের ছেলে এবং ইমামুল শেখ রবে ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, মো: সিয়াম একটি খাদ্য পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের ডেলিভারি ম্যান হিসেবে চাকরি করেন। সে  গত ২২ শে মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দে সকাল ৯:৪৫ টায় পণ্য সরবরাহের জন্য ভ্যান নিয়ে মালামাল-সহ বাসা থেকে বের হয়। সকাল ১০:৩০ টায় শাহ্‌শখদুম থানাধীন বারো রাস্তার পাশে বখশীয়া খানকাহ শরীফের সামনে অটো ভ্যানটি রেখে খানকাহ শরীফের ভিতরে বাথরুমে যান। তিনি কিছুক্ষণ পর এসে দেখেন তার অটো ভ্যানটি নাই। তিনি আশপাশে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে বুঝতে পারেন যে, তার ভ্যানটি চুরি হয়েছে। তখন তিনি বিষয়টি তার প্রতিষ্ঠানের মালিক মো: রাকিবুল হাসান জুয়েলকে অবগত করেন।  জুয়েল শাহ্‌মখদুম থানায়  গত ২২শে মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দে একটি চুরির মামলা করেন।

চুরির মামলার পরিপ্রেক্ষিতে উপ-পুলিশ কমিশনার (শাহ্‌মখদুম) মো: নূর আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ.এইচ.এম আসাদ হোসেনের নেতৃত্বে শাহ্‌মখদুম থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজ, এসআই মো: আমিনুল ইসলাম ও তার টিম চোরাই মালামাল উদ্ধার-সহ আসামি গ্রেফতারে অভিযান শুরু করেন।

পরবর্তীতে গত ২৩শে মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দে সকাল ৮:০০ টায় শাহ্‌মখদুম থানা পুলিশের ওই টিম আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি মো: আল আমিন ভান্ডারীকে তার বাড়ি হতে গ্রেফতার করেন। এসময় তার দেওয়া তথ্যমতে তার বাড়ীর পিছন হতে ভ্যানের বিভিন্ন অংশ খোলা অবস্থায় উদ্ধার করেন।

শাহ্‌শখদুম থানা পুলিশ গ্রেফতারকৃত আসামি আল আমিনকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ওই দিন দুপুর ২:০০ টায় তার সহযোগী মো: মিনহাজ, সারোয়ার ও ইমামুলকে আনুমানিক ১০ হাজার টাকা মূল্যের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও চোরাই কাভার্ড ভ্যানটির কিছু অংশ-সহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মহানগরের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদক-সহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.