মঙ্গলবার | ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
রাজশাহীর বানেশ্বরে ভোক্তা অধিকারের ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহীর বানেশ্বরে ভোক্তা অধিকারের ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা-অধিকার অধিদপ্তর ৩টি প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেছে।

বুধবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক সেলিম রেজা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে উপজেলার বানেশ্বর বাজারের ৩টি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

ভোক্তা-অধিকার কার্যালয় সূত্রে জানা যায়, রাজশাহীর বানেশ্বর বাজারে এই অভিযানে শ্যামা ফার্মেসীকে ৩ হাজার ও দাস মেডিকোকে ৫ হাজার করে দুটি প্রতিষ্ঠানে মোট ৮ হাজার এবং আশরাফুল ট্রেডার্সকে চিনি মজুদ করে বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পুঠিয়া উপজেলা সেনেটারী ইন্সেপ্টেক্টর হাফিজসহ থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

উপ পরিচালক সেলিম রেজা বলেন, চিনি এবং তেলের দাম সরকার নির্ধারিত মূল্যে সরবরাহ হয়। তাই বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর বানেশ্বরে ভোক্তা-অধিকার সংরক্ষণ ও ভোক্তা-অধিকার বিরোধী কার্য ও অপরাধের দায়ে অর্থদন্ড ও বাজার মনিটরিং করা হয়েছে। এসময় বিভিন্ন অপরাধে ৩৮ ও ৫১ ধারায় ৩টি প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.