রবিবার | ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব ফজলুর রহমানকে গ্রেপ্তার দাবিতে বাসার সামনে অবস্থান রোহিঙ্গা সংকট, বিশ্ব সম্প্রদায়ের উচিত প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা: জাতিসংঘ ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিলো বিএনপি হত্যা মামলায় রিমান্ডে আফ্রিদি, খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে জামিন চাইলেন আইনজীবী ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান
চাঁপাইনবাবগঞ্জে খাল ভরাট করে সওজের জমি দখল

চাঁপাইনবাবগঞ্জে খাল ভরাট করে সওজের জমি দখল

প্রবাহ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে সড়ক ও জনপদ বিভাগের (সওজ) খাল ভরাট করে দখল করা হচ্ছে। ব্যস্ততম চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী আঞ্চলিক সড়কের মহানন্দা বাসস্ট্যান্ডের পাশে কয়েক মাস ধরে এ খাল ভরাটের কাজ চলছে। সড়ক বিভাগের খালের পাশে গড়ে উঠেছে মার্কেট। সেখানে ট্রাকে করে মাটি এনে ভরাট কার্যক্রম চালাচ্ছে মার্কেট মালিকরা। ওই সরকারি জমিটির বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় এক বাসিন্দা বলেন, অবৈধভাবে ভরাট করে দখল চেষ্টার বিষয়টি সড়ক ও জনপথ অধিপ্তরের ২ কর্মকর্তাকে জানানো হয়। তারা সরজমিন এসে ভরাট হচ্ছে এমন চিত্র দেখে গেছেন। কিন্তু কোনো ব্যবস্থা নেননি। প্রকাশ্যে চলছে ভরাটের কাজ। সরজমিন গিয়ে দেখা গেছে, মার্কেটটি এমনভাবে নির্মাণ করা হয়েছে সড়ক বিভাগের খাল ভরাট না হলে কোনো কাজেই আসবে না।

ওই খালে ট্রাক থেকে মাটি ফেলছেন শ্রমিকরা। খাল ভরাটের প্রায় ৫০ ভাগ কাজ শেষ। অনুসন্ধানে বেরিয়ে আসে, দলখদার সিন্ডিকেটের অন্যতম খান মেশিনারিজের মালিক রানা খানের নাম। তিনি ওই খালের পাশে মার্কেট নির্মাণ করেছেন। এখন নানা কৌশলে খাল ভরাট করে সওজের জায়গা দখলের চেষ্টা করছেন। জানতে চাইলে রানা খান বলেন, দখল নয়, পেছনে আমাদের মার্কেট থাকায় খালটি ভরাট করা হচ্ছে। এ খালটিও আমাদের। সড়ক ও জনপথের জয়গা নয়।

এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের চাঁপাইনবাবগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী

রবিউল ইসলাম বলেন, মৌখিক অভিযোগ পেয়ে বেশ কয়েকবার সেখানে গেছি। কিন্তু কাউকে পাইনি। তারা প্রকাশ্যে ভরাট করে না। সবার চোখ এড়িয়ে গোপনে ভরাট করছে।

রবিউল ইসলাম আরও বলেন, যিনি ভরাট করছেন তাকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। বিষয়টি নির্বাহী প্রকৌশলী মহোদয়ের পক্ষ থেকেও বেশ কয়েকবার চিঠি দিয়ে প্রশাসনকে অবগত করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক বলেন, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধভাবে ভরাট কার্যক্রম রুখতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

জেলা প্রশাসকের সঙ্গে প্রশাসনিক সহযোগিতার বিষয়ে কথা হয়েছে। তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অবৈধভাবে খাল ভরাটের ওখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রয়োজন। বারবার দখল বা দখল চেষ্টা করলে জরিমানার বিধান রয়েছে। আমরা দ্রুত সেটা করবো।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.