বুধবার | ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রাণ গেল যুবকের

জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রাণ গেল যুবকের

প্রবাহ ডেস্ক: বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় তাহেরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৮ মার্চ) বিকেলে জেলার সোনাতলা উপজেলার ছাতিয়ানতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাহেরুল ইসলাম ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

সোনাতলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাহেরুলের সঙ্গে তার চাচা মঞ্জুরের বাড়ির জায়গা নিয়ে দ্বন্দ্ব ছিল। শনিবার বিকেলে সেই জায়গা মাপার জন্য দিন নির্ধারণ করা হয়। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা দেখা যায়। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রতিপক্ষরা তাহেরুলকে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা পৌনে ৮টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.