শনিবার | ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডে তিন আসামি খালাস, রায় ‘মেনে নিতে পারছেন না’ শিশুটির মা নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ ফারাক্কার কারণে বরেন্দ্র অঞ্চল কারবালায় পরিণত হয়েছে ‘মুডা-মুরি-মুরা’ তিন জাপানি টোটকায় গতি হবে তুফানি, বদলে যাবে জীবন, আর ভুগবেন না হীনম্মন্যতায় ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল জনগণের সমর্থনেই আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে : প্রেস সচিব কারবানি ঈদে প্রত্যেক হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা তথ্য-প্রমাণহীন অভিযোগ ও দায় চাপানোর রাজনীতি বন্ধ চায় শিবির উড্ডয়নের পরেই পড়ে গেল চাকা, ৭১ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমান ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৯ বর্ষপূর্তি
নাটোরে পর্নোগ্রাফি বিক্রির অপরাধে ৬ যুবক গ্রেপ্তার

নাটোরে পর্নোগ্রাফি বিক্রির অপরাধে ৬ যুবক গ্রেপ্তার

প্রবাহ ডেস্ক: নাটোরের সিংড়া থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৬ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রাতে উপজেলার শেরকোল ও পুঠিমারী বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা শেরকোল বাজার ও পুঠিমারী বাজারে প্রায় দুই ঘন্টা অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট বিক্রি করার অপরাধে তারেক রহমান (২০), উজ্জল আলী (২৫), আজিজুল হক (২৮), মাসুম আলী (২২), শাহ গোলাপ (২৫), ও সাগর আলী (২৩) নামে যুবককে গ্রেপ্তার করে।

এসময় ৬টি সিপিইউ ,১৪টি হার্ডডিক্স, ৬টি মনিটর,৬টি কি-বোর্ড,৬টি মাউসও ১৭টি কম্পিউটার ক্যাবল জব্দ করা হয়েছে।

ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সিংড়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে ।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.