শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার

পুঠিয়ায় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত মাদকসহ বিভিন্ন  মামলায় আট আসামিকে গ্রেপ্তার করেছে পুঠিয়া থানা পুলিশ। বুধবার সকাল ১১ টার দিকে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মিন্টু (৩৫) , পিরগাছা এলাকার মৃত জফির আলীর ছেলে আব্দুল কুদ্দুস, সোহেল রানা(৩৫), সোহরাব হোসেন, জাহাঙ্গীর, আরমান আলী, সব্দুল আলীর ছেলে গন্ডগোহালী এলাকার মাসুদুর রহমান মাসুদ ও রকিবুল ইসলাম রকি।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা একজন নিয়মিত মামলা এবং বাকিরা সব বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। রাতে তাদেরকে আটক করে আজ বুধবার সকালে সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.