শুক্রবার | ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৬ বছর পর আগামীকাল রাকসু নির্বাচন মর্যাদাপূর্ণ এসকেএএল ইন্টারন্যাশনাল মাদ্রিদে সদস্যপদ পেলেন ডাল্টন জহির ‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান
ভারতীয় নারীরা কেন বেশি ওয়েস্টার্ন পোশাক পরে?

ভারতীয় নারীরা কেন বেশি ওয়েস্টার্ন পোশাক পরে?

প্রবাহ ডেস্ক : অভিনেত্রী ও বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন নাতনি নভ্যা নভেলি নন্দার সঙ্গে পডকাস্ট শুরু করেছেন। সেখানে তিনি জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করছেন। ওই পডকাস্টেই এবার নাতনি নভ্যা ও মেয়ে শ্বেতা বচ্চনকে একটি প্রশ্ন করেছেন জয়া বচ্চন। জানতে চাইলেন, তোমাদের দুজনের কাছেই জানতে চাই, কেন ভারতীয় নারীরা আজকাল বেশি ওয়েস্টার্ন পোশাক পরে?

জবাবে নভ্যা জানালেন, এ বিষয়ে তিনি জানেন না। তবে মুখ খুলেছেন শ্বেতা। তিনি বলেন, আমার মনে হয় ওয়েস্টার্ন পোশাকে হাঁটাচলা করতে সুবিধা হয়। এখন অনেক মেয়েই আর বাড়িতে বসে থাকেন না। তারা বাইরে যাচ্ছেন, চাকরি পাচ্ছেন। তাই শাড়ির চেয়ে প্যান্ট ও টিশার্টে অনেক বেশি সুবিধা।

জয়া বচ্চন অবশ্য ব্যাপারটিকে অন্যভাবে দেখছেন। তিনি মনে করছেন, পুরুষের সমান প্রমাণ করতেই পুরুষের পোশাককে বেছে নিচ্ছেন নারীরা। তার কথায়, আমার মনে হয় ওয়েস্টার্ন পোশাক একজন নারীকে ম্যানপাওয়ার দেয়। কিন্তু আমি চাই একজন নারী নারীশক্তিতেই সমৃদ্ধ হোক। আমি বলছি না যে সবসময় শাড়িই পরা উচিত। তবে জেনে রাখা ভালো, বিদেশেও কিন্তু একসময় নারীরা প্যান্ট-শার্ট না পরে ড্রেস পরত।

শ্বেতা যোগ করেন, শিল্প বিল্পবের সময় যখন সব পুরুষ যুদ্ধে গিয়েছিল, তখন নারীরা কল কারখানায় কাজ শুরু করেন। সেই কারণে তারা প্যান্ট পরতে বাধ্য হন। কারণ অন্য কোনো পোশাক পরে তো আর ওই মেশিনগুলো সরানো যাবে না।

নাতনির এই পডকাস্টে নিজের জীবনের নানা গোপন কথা শেয়ার করে যাচ্ছেন জয়া। চলতি বছরে একগুচ্ছ কাজ রয়েছে তার। করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে দেখা যাবে তাকে। ছবিতে তিনি ছাড়াও রয়েছেন আলিয়া ভাট ও রণবীর সিং।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.