শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

১১ মার্চের ঘটনা তদন্তে কমিটি গঠন

১১ মার্চের ঘটনা তদন্তে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: ১১ মার্চ শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের সাথে ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর বাজারে স্থানীয়দের উদ্ভূত পরিস্থিতির কারণ উদঘাটন ও ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশ প্রদানের জন্য রাবি কর্তৃপক্ষ উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীরকে সভাপতি করে একটি কমিটি গঠন করেছে। কমিটির অন্যান্য সদস্য হচ্ছেন, অধ্যাপক মো. তারিকুল হাসান (রসায়ন বিভাগ), অধ্যাপক মো. আব্দুর রশিদ সরকার (অর্থনীতি বিভাগ), মো. শফিকুজ্জামান জোয়ার্দার (সিন্ডিকেট সদস্য) ও ড. মো. আরিফুর রহমান (সহকারী প্রক্টর)।
কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.