শুক্রবার | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৯ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৯ ও মাদকদ্রব্য উদ্ধার

প্রবাহ ডেস্ক: বৃহস্পতিবার ( ৯ মার্চ ২০২৩) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) রফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

রফিকুল আলম জানান, গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এটি তাদের নিয়মিত অভিযান।

তিনি বলেন, এর মধ্যে মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ ৪ জন, রাজপাড়া থানা ১ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ৩ জন, বেলপুকুর থানা ১ জন, শাহ মখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন ও দামকুড়া থানা ২ জনকে আটক করেছে।

রফিকুল আলম জানান, আটকের মধ্যে ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে। এছাড়া অন্যান্য অপরাধে ৩ জনকে আটক করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ২৪.১৫ গ্রাম হেরোইন,৫ বোতল ফেন্সিডিল ও ৫ লিটার দেশি চোরাইমদ, ১০৫ পিস ইয়াবা, ২০ পিস ট্যাপেন্টাডল ও ৫ কেজি গাঁজা উদ্ধার হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.