বৃহস্পতিবার | ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ভাড়া নেয়ার কথা বলে বাসায় ঢুকে তিন জনকে অজ্ঞান করে স্বর্ণ-টাকা লুট ২১০ হজযাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত হওয়ার খবরটি গুজব বলছে মৌরতা‌নিয়ান এয়ারলাইন্স রাতের মধ্যে ১৯ অঞ্চলে ঝড়ের আভাস পুঁজিবাজারে সূচকের বড় পতনেও সিএসইর লেনদেন বেড়েছে অনলাইন জুয়া বন্ধে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য নির্দেশনা জারি এটিএম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহিফল অনুষ্ঠিত আপনাদের সঙ্গে দেখা হবে ধারণায় ছিল না: আজহারুল টোকিওতে প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাজশাহী রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান দুদকের মামলায় তারেক রহমান ও জুবাইদা রহমান খালাস
ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো ‘ফিশ ফ্রাই’

ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো ‘ফিশ ফ্রাই’

প্রবাহ ডেস্ক: মাছে-ভাতে বাঙালির খাবারে নতুনত্ব যোগ হয়েই চলছে। মাছ নানাভাবে খেতে অভ্যস্ত হয়ে উঠছে মানুষ। বিশেষ করে জনপ্রিয়তা পেয়েছে রেস্টুরেন্টের ফিশ ফ্রাই। এবার বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন। রইল রেসিপি।

উপকরণ : ভেটকি মাছ ফিলে-দুই পিস, পাতি লেবুর রস- পরিমাণমতো, ধনিয়াপাতা বাটা- এক চামচ, আদা ও রসুন বাটা- এক চামচ, মরিচ বাটা-আধা চামচ, গোলমরিচের গুঁড়া-সামান্য পরিমাণ, লবণ-স্বাদমতো, কাঁচা ডিম- একটা, কর্নফ্লাওয়ার- এক চামচ, বিস্কুটের গুঁড়া-পরিমাণমতো
ভাজার জন্য-তেল।

প্রণালী : মাছের ফিলেগুলো ভালো করে ধুয়ে নিন। এবার পাতিলেবুর রস, নুন এবং গোলমরিচ মাখিয়ে রেখে দিন ৩০ মিনিট পর্যন্ত। এরপর সব বাটা মশলা ভালো করে মিশিয়ে দিন ঐ ফিলে দুইটির মধ্যে। এইভাবে ম্যারিনেট করে রেখে দিন অন্তত দুই ঘণ্টা পর্যন্ত। একটা বাটিতে কাঁচা ডিম ফেটিয়ে নিন। তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিন। আবারো ভালো করে ফেটিয়ে নিন। দেখবেন ডিমের মধ্যে যেন কোনো দলাপাকানো না থাকে। ম্যারিনেট করা ঐ মাছের ফিলেগুলো ডিম ও কর্নফ্লাওয়ারের গোলায় ডিপ করে তুলে নিন। আগে থেকে বিস্কুটের গুঁড়া রেখে দিন একটা বড় পাত্রে। মাছের ফিলেটা বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে দিন। এই ভাবে দুপিঠ কোটিং করে নিন। টাইট করে কোড করবেন যাতে কড়াইতে দিলে খুলে যেন না যায়। কড়াইতে তেল ভালো করে গরম করে নিন। এবার তাতে ফিলেগুলো ভেজে নিন। সোনালি না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। এবার কাসুন্দি, গ্রিন চাটনি অথবা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.