বৃহস্পতিবার | ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
মিলাদ থেকে ঘরে ফিরে স্বামী দেখলো স্ত্রীর জবাই করা লাশ

মিলাদ থেকে ঘরে ফিরে স্বামী দেখলো স্ত্রীর জবাই করা লাশ

প্রবাহ ডেস্ক: জয়পুরহাটের আক্কেলপুরে একগৃহবধূকে নিজ বাড়িতে জবাই করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (৮ মার্চ) রাত ১০টায় উপজেলার গুডুম্বা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ হলেন পান্না বেগম (৩০)। তিনি গুডুম্বা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, নিহতের স্বামী সিরাজুল ইসলাম শবে বরাতের মিলাদে গ্রামের মসজিদে গিয়েছিলেন। তিনি রাত আনুমানিক দশটার দিকে বাড়িতে ফিরে ঘরের ভেতর তাঁর স্ত্রীর জবাই করা লাশ দেখতে পেয়ে চিৎকার করেন। গ্রামবাসীরা ছুটে এসে ঘরের ভেতর সিরাজুলের স্ত্রীর জবাই করা লাশ দেখতে পান। তারা পুলিশকে খবর দিলে। রাতেই পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আক্কেলপুর থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, রাতেই গৃহবধূর গলাকাটা লাশটি থানায় আনা হয়েছে। বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে তবে তিনি বলেন, পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড হতে পারে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.